ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের ডেভিড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৫

টিম ডেভিড। ছবি সংগৃহীত টিম ডেভিড। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ঘরের মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে এসছে বড় ধরনের চমক। গতবারের চ্যাম্পিয়নরা দলে ভিড়িয়েছে সিঙ্গাপুরের টিম ডেভিডকে। গত আসরের স্কোয়াড থেকে পরিবর্তন হয়েছে একটি। ডেভিডের জন্য জায়গা হয়নি লেগস্পিনার মিচেল সুয়েপসনের।

 

ডেভিডের জন্ম সিঙ্গাপুরে হলেও এই মারকুটে ব্যাটারের বেড়ে ওঠা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়। বিশ্বজুড়ে ঘরোয়া ক্রিকেট খেলে বেড়ানো এই ডানহাতি ব্যাটার নিজের জাত পরিপূর্ণভাবে চিনিয়েছেন গত আইপিএল মৌসুমে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৮ ম্যাচে প্রায় ৩৭ গড়ে করেছেন ১৮৬ রান। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২১০ এর বেশি। 

ডেভিডের দূরন্তপনা দেখে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে তাকে চেয়েছিলেন শেন ওয়াটসন। সাবেক অজি তারকা বলেছিলেন, 'আইপিএলের আগে পর্যন্ত আমি সত্যিই তাকে খুব একটা দেখিনি এবং সেখানে (আইপিএল) সে যা করেছে তা আমি অনেকদিন দেখিনি। একজন তরুণ আসলো এবং আধিপত্য বিস্তার করতে শুরু করলো। সে যেভাবে খেলেছে তা সত্যিই আগে আমি দেখিনি। তো আপনি (তার জন্য) একটা পথ (বিশ্বকাপ দলে জায়গা) খুঁজে বের করুন।'

 

টিম অস্ট্রেলিয়ার নির্বাচক চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘বিশ্বজুড়ে লিগগুলোতে কিছু দারুণ পারফরম্যান্স করে নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে টিম, সে স্কোয়াডে একটি জায়গা অর্জন করলো। সে দারুণ এক প্রতিভা, স্বভাবজাত বল স্ট্রাইকার যে টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক সাফল্য পাওয়া দলে বাড়তি ব্যাটিং গভীরতা যোগ করবে। গত কয়েক বছর ধরে সে যেখানে খেলছে আমরা সেই একই ভূমিকায় তার খেলা প্রত্যাশা করি।’

ডানহাতি ডেভিড সিঙ্গাপুরের হয়ে ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ৪৬.৫০ গড় ও ১৫৮.৫২ স্ট্রাইক রেটে করেছেন ৫৫৮ রান। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২০ সালের মার্চে হংকংয়ের বিপক্ষে। বাবা-মা অস্ট্রেলিয়ান হওয়ার সুবাদে এবার খেলবেন অজিদের হয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশ লিগে সামর্থ্য দেখিয়ে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হিসেবে খ্যাতি কুড়িয়েছেন ডেভিড। সম্প্রতি তাকে নিয়ে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, ‘সে এমন ধরনের খেলোয়াড় যে আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে।’

 

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...