টি-টেনে বাংলাদেশের দল পেল যারা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৮
নট আউট ডেস্ক: সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর৷ এ আসরের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়েছে ২৬ সেপ্টেম্বর (সোমবার)৷ ড্রাফট থেকে বাংলাদেশীর মধ্যে দল পেয়েছে ৪জন৷
আসন্ন আসরের জন্য ড্রাফটে নাম দিয়েছিলেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
সোহান, মুস্তাফিজু, তাসকিন ও মৃত্যুঞ্জয় দল পেলেও না পাওয়াদের তালিকায় রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও দারুন ছন্দে দিন কাটানো আফিফ হোসেন ধ্রুব৷
ড্রাফটের আগেই আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। সাকিবের সাথে সেই দলে থাকছেন নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী৷ এদিকে টিম আবুধাবিতে থাকছেন মুস্তাফিজুর রহমান এবং ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তাসকিন আহমেদ৷
-নট আউট/এমআরএস
সাকিব-সোহানদের কোচ হলেন জিম্বাবুয়ের তাইবু
জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগ...
তাসকিনকে ছেড়ে দিল টি-টেন ফ্র্যাঞ্চাইজি!
সম্প্রতি দূর্দান্ত ছন্দে থাকা তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে টি-টেন লিগের দল ডেকান গ্ল্যা...
টি-টেনে বাংলাদেশের দল পেল যারা
দল পেলেও না পাওয়াদের তালিকায় রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সম্প্রতি দারুন...
আপনার মূল্যবান মতামত দিন: