09/08/2024 চামিরার পর ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন থুশারাও
নট আউট ডেস্ক
২৫ জুলাই ২০২৪ ১৯:৪৪
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ভুলতে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা। কিন্তু আগামী ২৭ জুলাই তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকরা।
পেসার দুষ্মন্ত চামিরার পর টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নুয়ান থুশারাও। বুধবার ফিল্ডিং সেশনে হাতের আঙুল ভেঙে ফেলেন থুশারা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই পেসারের খেলা হচ্ছে না তাই। ডানহাতি বোলার বাঁ হাতে চোট পেলেও সেটি তার অনুপস্থিতির জন্য যথেষ্ট গুরুতরই। ২৭ জুলাই থেকে শুরু হওয়া সিরিজে তার না থাকার ব্যাপারে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ম্যানেজার মাহিন্দু হালানগোডা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লঙ্কান তিন ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। দুষ্মন্ত চামিরার বদলি হিসেবে আসিথা ফার্নান্দোকে নেওয়া হলেও থুশারার জায়গায় বদলি খেলোয়াড়ের নাম এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কা। দিলশান মাদুশঙ্কা এ ক্ষেত্রে পেতে পারেন সুযোগ।
ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে স্কোয়াডে ফিরেছেন চাণ্ডিমাল ও কুসল পেরেরা। বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই সিরিজ দিয়ে লঙ্কানদের নতুন অধিনায়ক-কোচ জুটির যাত্রা শুরু হবে। অধিনায়ক আসালাঙ্কা প্রধান কোচ হিসেবে পাচ্ছেন কিংবদন্তি সনথ জয়সুরিয়াকে।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড- চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো।