09/08/2024 অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে অভিষিক্ত অ্যাটকিনসনের দাপট
নট আউট ডেস্ক
১১ জুলাই ২০২৪ ০০:৪৯
নট আউট ডেস্কঃ চলমান লর্ডস টেস্টের মধ্য দিয়েই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন কিংবদন্তি ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে আবার অভিষেক হয়েছে আরেক ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের। আর অভিষেকেই ৪৫ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচের সব আলোই যেন কেড়ে নিলেন ২৬ বছর বয়সী এই পেসার।
বিদায়ী টেস্টে অবশ্য খালি হাতে থাকেননি অ্যান্ডারসনও। ক্যারিবীয়দের শেষ উইকেট তুলে নেন এই পেসার। তাতেই লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয়রা খেলতে পেরেছে মাত্র ৪১.৪ ওভার, তুলেছে ১২১ রান। জবাবে প্রথম দিনেই লিড পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
লর্ডসে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই অভিষিক্ত পেসার গাস অ্যাটকিনসনের তোপের মুখে পড়ে সফরকারীরা। এই পেসার ফেরান ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট ও ক্রিক ম্যাকেঞ্জিকে। এরপর অভিষিক্ত মিকেল লুয়াইসকে ফেরান বেন স্টোকস। এরপর কিভাম হজ ও আলিক আথানাজে ধরেন দলের হাল।
দুজনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ। দু'জন মিলে যোগ করেন ৪০ রান। এরপরেই এক ওভারেই যেন সব লণ্ডভণ্ড করে দেন অভিষিক্ত গাস অ্যাটকিনসন। ইনিংসের ৩৫তম ওভারে হ্যাটট্রিক মিস করলেও এই পেসার তুলে নেন ৩ উইকেট। ফেরান আলিক আথানাজে (২৩), জেসন হোল্ডার (০) ও জশুয়া ডি সিলভাকে (০)। পরের ওভারের কিভাম হজকে (২৪) ফেরান ক্রিস ওকস।
শেষ দিকে আলজেরি জোসেফের ১৭ ও গুদাকেশ মতির ১৪ রানে ভর করে ১২১ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের পক্ষে একাই ৭ উইকেট শিকার করেন গাস অ্যাটকিনসন।
১২১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই হারায় বেন ডাকেটের উইকেট। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওলি পোপ ও জ্যাক ক্রোলি। দু'জন মিলে দিনভর ক্যারিবীয় বোলারদের দেন খাটিয়ে। হাফ সেঞ্চুরি তুলে নেন ওলি পোপ। তাতেই লর্ডসে লিড পায় ইংল্যান্ড। ১১ চারে ৫৭ রান করা পোপকে ফেরান জেসন হোল্ডার।
তৃতীয় উইকেটে জ্যাক ক্রোলিকে সঙ্গ দেন জো রুট। হাফ সেঞ্চুরি তুলে নেন ক্রোলি। এই দু'জনের ব্যাটেই দলীয় দেড়শ পার করে ইংল্যান্ড। এরপর দিনের শেষ সেশনে খেই হারান জ্যাক ক্রোলি। ১৪ চারে এই ওপেনার ফিরেন ব্যক্তিগত ৭৬ রান করে। দিনের বাকি সময়টায় ইংল্যান্ডকে আর বিপদে পড়তে দেননি জো রুট ও হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত ৩ উইকেট ১৮৩ রান তুলে, ৬৮ রানের লিড নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে ইংল্যান্ড।
-নট আউট/টিএ