02/15/2025 বিশ্বকাপ স্কোয়াডে না থাকা ডুসেনের নেতৃত্বে বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ খেলবে আফ্রিকা
নট আউট ডেস্ক
১৮ মে ২০২৪ ১৪:২১
নট আউট ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দিবেন ভ্যান ডার ডুসেন। যদিও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে নেই ডুসেন।
বিশ্বকাপের প্রস্তুতির এই সিরিজে বিশ্রাম পেয়েছেন নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম। এছাড়াও ডেভিড মিলার ও হেনরি ক্লাসেন থাকছেন বিশ্রামে।
আগামী ২৩-২৬ মে অনুষ্ঠিত হবে দ্বিপক্ষীয় এই টি-টোয়েন্টি সিরিজ। সাবিনা পার্ক ও জ্যামাইকাতে ম্যাচ গুলো অনুষ্ঠিত হওয়ায় দুই দলের সামনে সুযোগ বিশ্বকাপের সেরা প্রস্তুতি নেওয়ার।
নট আউট/এমআরএস