02/15/2025 হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
নট আউট ডেস্ক
৬ নভেম্বর ২০২২ ০৩:৩৯
নট আউট ডেস্কঃ ফখর জামানের ছিটকে যাওয়ায় স্কোয়াডে সুযোগ হয়েছিল মোহাম্মদ হারিসের। প্রথম ম্যাচেই করেছেন ১১ বলে ২৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে এমন ঝড় ইনিংস খেলেছিলেন হারিস। হারিস এভাবে খেলতে থাকলে বাবর কিংবা রিজওয়ানের ব্যাটিং পজিশন নিচে নেমে যাবে বলে মনে করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগ।
শেবাগ বলেন, 'সে কিছুটা ধীরে খেলা উচিত ছিল এবং তার নিজের রান করা উচিত ছিল। কিন্তু সে যেভাবে রান করেছে সেটা অসাধারণ। সে যদি এভাবে খেলা চালিয়ে যেতে পারে তাহলে রিজওয়ান এবং বাবর বাধ্য হবে নিচে ব্যাটিং করতে।'
হারিসের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন শেবাগ। তার ভাষ্য, 'যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার ওপর চড়াও হয়েছে। সে সম্ভবত ২৮ রান করেছে কিন্তু এটা ৬০ রানের থেকে কোনো অংশে কম নয়।'
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে টাইগারদের জন্য বড় ভয়ের কারন হতে পারেন হারিস। তাকে নিয়ে আলাদা করে ভাবতে হবে টিম ম্যানেজম্যান্টকে। নতুবা অনেক কিছু শেষ হওয়ার আগেই শেষ হতে পারে তাঁজা স্বপ্ন।
-নট আউট/এমআরএস