ঢাকা | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০

Walton

লেগি কাপ্তান ইমতিয়াজ শিহাব

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ০৪:২৪

ইমতিয়াজ শিহাব৷ ছবি সংগৃহীত ইমতিয়াজ শিহাব৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন৷ সেমিফাইনালের মত ফাইনালেও দলটির সংগ্রহ ছোট পুঁজি৷ তবে হার না মানা মানসিকতায় দিন শেষে তাদের নামের পাশে যুক্ত হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্যাগ৷ সকলের অবদানে সেরা হওয়া দলটির অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব অনবদ্য৷ সব দলের মধ্যে তার দল যেমন সেরা তেমনি সাত হাজার ক্রিকেটারের মাঝে সে সবার চেয়ে সফল৷

দলের অধিনায়ক, বল হাতে কঠিন কাজ লেগ স্পিনটা করতে পারে ঠিকঠাকমত৷ সাথে দলের প্রয়োজনে প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে লড়তে হয় বুক চিতিয়ে৷ ৮ ম্যাচে ৩৩ উইকেট নেওয়া শিহাব খেতাব জিতেছে টূর্ণামেন্ট সেরা৷ বাইশ গজে দাঁড়িয়ে রান তুলেছেন ১৮৩৷ ফাইনালে প্রতিপক্ষকে ৪৩ রানে অলআউটের নেপথ্যে তার লেগ স্পিনের ভেলকি দূর্দান্ত৷ ১৪ রানে তুলেছেন পাঁচ উইকেট৷ হয়েছেন ম্যাচ সেরা৷

শিহাবের বয়স সবে মাত্র ১৪৷ ক্রিকেটের কঠিন লড়াইয়ে অতিক্রম করতে হবে দীর্ঘপথ৷ তবে ক্রিকেটের প্রতি তার নিবেদনে স্বয়ং বিধাতা হয়তো দিয়ে দিবে উজাড় করে৷ স্কুল ক্রিকেটে তার ট্রফির সংখ্যা ৭৷ পাঁচ উইকেটে পেয়েছেন ৪ বার৷ তারমধ্যে একবার রয়েছে ৮ উইকেট পাওয়ার কীর্তি৷

একজন লেগ স্পিনারের যে কয়েকটি মৌলিক বিষয় থাকা প্রয়োজন তার সবকটি বিদ্যমান শিহাবের মাঝে৷ তার দক্ষতা তার বড় সামর্থ্য৷ সেই সানর্থ্য তাকে নিশ্চই নিয়ে অনেকদূর৷ লাল-সবুজের পতাকা বাইশ গজে বহনকারীদের একজন হয়ে উঠুক লিটল লেগ স্পিনার শিহাব৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

অটোগ্রাফসহ নেইমারের জার্সি উপহার পেলেন তামিম

নেইমারের পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া, কাতার বিশ্বকাপে আছেন নেই...

নাসিরের ব্যাটে রংপুরের জয়

নাসির তার ৪৫ রানের ইনিংস সাজিয়েছিল ৭ চার ও ২ ছক্কায়। অর্থাৎ ৪০ রান তিনি নিয়েছেন বাউন্...

দেবীগঞ্জ ক্রিকেট এ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

গত ১ অক্টোবর দেবীগঞ্জ ক্রিকেট এ্যাসোসিয়েশন’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাসনাৎ জামান...