ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

স্কুল ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ০৩:৩৫

জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ৷ ছবি সংগৃহীত জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবারের স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন৷ সোমবার নারায়ণগঞ্জের শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্সে প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে দলটির জয় ৫৯ রানে৷

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া মেহেরপুর শুরু থেকে চাপেই রাখে রংপুর শিশু নিকেতনের ব্যাটারদের৷ আরাফাতের ১০ ওভারের অফ স্পিনে বিধ্বস্ত রংপুরের টফ অর্ডার দলকে এনে দিতে পারেনি বড় সংগ্রহ৷

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আরও বড় বিপর্যয়ে পড়ে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়৷ শুরুর ওভারে দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে ব্যর্থ পুরোপুরিভাবেই৷ ২০.২ ওভারেই সব উইকেট হারিয়ে ফেলে দলটি৷ অলআউট হয়েছে মাত্র ৪৩ রানে।

৬৯ রানে হারা ম্যাচে একজন ব্যাটারই কেবল দুই অঙ্ক ছুঁয়েছেন। ওপেনার সায়েম আহমেদ ২৭ বলে ১২ রান করেন। ম্যাচ সেরা শিহাবের ৫ উইকেট ছাড়া সামিউল ইসলাম শুভ ৪ ওভারে ৯ রান দিয়ে নেন ২ উইকেট।

টুর্নামেন্টে ৩৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয় রংপুরের ইমতিয়াজ শিহাব৷ সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরষ্কার জেতেন বাড্ডা আলতাফুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মাশকাত মাহিন রুদ্র। ৩৮৩ রান করেন এই ব্যাটার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

অটোগ্রাফসহ নেইমারের জার্সি উপহার পেলেন তামিম

নেইমারের পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া, কাতার বিশ্বকাপে আছেন নেই...

নাসিরের ব্যাটে রংপুরের জয়

নাসির তার ৪৫ রানের ইনিংস সাজিয়েছিল ৭ চার ও ২ ছক্কায়। অর্থাৎ ৪০ রান তিনি নিয়েছেন বাউন্...

দেবীগঞ্জ ক্রিকেট এ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

গত ১ অক্টোবর দেবীগঞ্জ ক্রিকেট এ্যাসোসিয়েশন’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাসনাৎ জামান...