স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্যায়ের সূচি প্রকাশ
প্রকাশিত: ২ জুন ২০২২ ২০:৪০

নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে জাতীয় পর্যায়ের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ ৮ বিভাগের ১৬ দল নিয়ে আগামী ৬ জুন শুরু হবে এবারের নক আউট পর্ব৷ লিগের ফাইনাল ম্যাচ ১৩ জুন৷
রংপুর বিভাগের লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট কেজি এবং উচ্চবিদ্যালয়ের লড়াই দিয়ে শুরু হবে প্রথম রাউন্ড৷ ৭ জুন ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন ও মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের লড়াইয়ে শেষ হবে প্রথম পর্ব৷ মাঝে লড়াই হবে আরও ১২ দলের৷
শুরুর দিন এবং পরেরদিনে মোট চারটি করে ম্যাচ হবে৷ প্রথম দিনের চার ম্যাচ নিচে উল্লেখ করা হলো :
প্রথম ম্যাচ: লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় (রংপুর) বনাম কেজি ও উচ্চ বিদ্যালয় (জয়পুরহাট)৷
দ্বিতীয় ম্যাচ: প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয় (ময়মনসিংহ) বনাম শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় (রংপুর)৷
তৃতীয় ম্যাচ: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ(বগুড়া) বনাম সরকারি উচ্চবিদ্যালয় (পিরোজপুর)৷
চতুর্থ ম্যাচ: আসমত আলী খাঁন ইনস্টিটিউট (বরিশাল) বনাম সরকারি জুবাইল উচ্চ বিদ্যালয় (সুনামগঞ্জ)৷
প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে রয়েছে চার ম্যাচ৷
প্রথম ম্যাচ: গাজী মেমোরিয়াল সেকেন্ডারি স্কুল (খুলনা) বনাম হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় (নোয়াখালী)৷
দ্বিতীয় ম্যাচ: কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ (মৌলভিবাজার) বনাম নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় (ঢাকা)৷
তৃতীয় ম্যাচ: কুমিল্লা উচ্চ বিদ্যালয় (কুমিল্লা) বনাম ঢাকা মেট্রো রানার্সআপ৷
চতুর্থ ম্যাচ: ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন বনাম মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়৷
প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আলালা আলাদা ভেন্যুতে৷ নক আউট পর্ব শেষে ৯ জুন শুরু হবে কোয়াটার-ফাইনাল৷ ১১ জুন দুই সেমিফাইনাল ম্যাচের মাধ্যমে চূড়ান্ত হবে ফাইনালিস্ট দল৷ ১৩ জুন শ্রেষ্ঠত্ব লড়াইয়ের ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের৷
-নট আউট/এমআরএস
অটোগ্রাফসহ নেইমারের জার্সি উপহার পেলেন তামিম
নেইমারের পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া, কাতার বিশ্বকাপে আছেন নেই...

রাতে শুরু হচ্ছে বিজয় নাইট ক্রিকেট টূর্ণামেন্ট
উত্তরের জেলা পঞ্চগড়! অন্যান্য স্থানের তুলনায় যেখানে শীত অনেকটাই বেশি। নভেম্বর-ডিসেম্...

নাসিরের ব্যাটে রংপুরের জয়
নাসির তার ৪৫ রানের ইনিংস সাজিয়েছিল ৭ চার ও ২ ছক্কায়। অর্থাৎ ৪০ রান তিনি নিয়েছেন বাউন্...

আপনার মূল্যবান মতামত দিন: