ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

স্কুল ক্রিকেট: বিভাগীয় ফাইনালে তিন দল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২ ০৬:০৬

স্কুল ক্রিকেট৷ ছবি সংগৃহীত স্কুল ক্রিকেট৷ ছবি সংগৃহীত

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় ফাইনালে উঠেছে ঢাকার নবাবগঞ্জ পাইলট হাই স্কুল, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ প্রিমিয়ার মডেল উচ্চ বিদ্যালয়।

ঢাকা বিভাগের ম্যাচে রাজবাড়ি পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নবাবগঞ্জ। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ ২০ ওভারে নামিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করা পাংশা ৯ উইকেটে ৮৮ রান করে। জবাবে ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নবাবগঞ্জ।

রংপুর বিভাগে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়। টসের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। ফাইনালে নাম লেখায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়।

ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল স্কুল ও টাঙ্গাইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ঢাকা বিভাগের আরেক ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়। টস জিতে বিভাগীয় ফাইনালে নাম লেখায় প্রিমিয়ার আইডিয়াল স্কুল।

খুলনা বিভাগের ম্যাচে কুষ্টিয়ার সিরাজুল হক মুসলিম হাই স্কুল ৮৮ রানে বাগেরহাট এম এল স্কুলকে পরাজিত করে। ৮২ বলে ৫২ রান করেন কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম হাই স্কুলের তালহা জুবায়ের তৌফিক।

চট্টগ্রাম বিভাগের ম্যাচে কুমিল্লা উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

অটোগ্রাফসহ নেইমারের জার্সি উপহার পেলেন তামিম

নেইমারের পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া, কাতার বিশ্বকাপে আছেন নেই...

নাসিরের ব্যাটে রংপুরের জয়

নাসির তার ৪৫ রানের ইনিংস সাজিয়েছিল ৭ চার ও ২ ছক্কায়। অর্থাৎ ৪০ রান তিনি নিয়েছেন বাউন্...

দেবীগঞ্জ ক্রিকেট এ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

গত ১ অক্টোবর দেবীগঞ্জ ক্রিকেট এ্যাসোসিয়েশন’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাসনাৎ জামান...