বাংলাদেশ সিরিজে অনিশ্চিত হাসান আলি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪ ১৮:০৩

নট আউট ডেস্কঃ আগামী মাসেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই সিরিজের আগে অনিশ্চিত হয়ে পড়লেন পাকিস্তানের পেসার হাসান আলি। কনুইয়ের ইনজুরিতে পড়েছেন এই পেসার, তাই বাংলাদেশের বিপক্ষে বিপক্ষে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
জিও নিউজের তথ্যমতে, ইনজুরিতে পড়া হাসান আলি রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে পুরো সেরে উঠতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। শুধু বাংলাদেশ সিরিজই নয় হাসানের খেলা নিয়ে শঙ্কা রয়েছে এরপরের সিরিজ ইংল্যান্ডের বিপক্ষেও।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট করাচিতে শেষ ম্যাচ খেলবে দুই দল।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: