ঢাকা | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ সিরিজেই চোখ রাখছেন গিলেস্পি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুলাই ২০২৪ ১১:২৫

জেসন গিলেস্পি। গেটি ইমেজ জেসন গিলেস্পি। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। সুপার এইটে উঠতেও ব্যর্থ হয় বাবর আজমের দল। অন্যদিকের সেরা আটে খেলা বাংলাদেশের সামনে সেমিফাইনাল খেলার মওকা থাকলেও, সেটা হেলায় হারিয়েছে নাজমুল শান্তর দল। বিশ্বকাপ শেষে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই কারোই। তবে, আগামী মাসেই শুরু হচ্ছে সেই ব্যস্ততা। 

আগামী মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজের আগে পাকিস্তানের টেস্ট দলের কোচের দায়িত্ব বুঝে পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। কোচ হিসেবে সাবেক এই অজির প্রথম আন্তর্জাতিক এসাইনমেন্ট হতে যাচ্ছে বাংলাদেশ সিরিজ।

পাকিস্তান দলের দায়িত্ব পেয়েই সংবাদ সম্মেলনে জানিয়েছে নিজের লক্ষ্যের কথা। গিলেস্পি বলেন, ‘আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।’

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতোপ্রোতভাবেই জড়িয়ে আছে জেসন গিলেস্পির নাম। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটাও খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে করেছিলেন রেকর্ড ২০১ রান। পুরনো স্মৃতি রোমন্থন করে গিলেস্পি বলেন, ‘দেখুন, সেই ইনিংসটা হয়ে গেছে আরকি…। আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন। এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না (হাসি)। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।’

উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷