ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চমক ছাড়াই অ্যাশেজের দল ঘোষণা ইংল্যান্ডের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ জুন ২০২৩ ০১:৪৮

অভিষেক আলো ছড়িয়ে অ্যাশেজের দলে জশ টাঙ্গ। গেটি ইমেজ অভিষেক আলো ছড়িয়ে অ্যাশেজের দলে জশ টাঙ্গ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চলতি মাসেই মাঠে গড়াচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টের জন্য আগেই দল ঘোষণা করেছে সফরকারী অস্ট্রেলিয়া। এবার প্রথম দুই ম্যাচের জন্য স্বাগতিক ইংল্যান্ড ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত ইংলিশ স্কোয়াডে নেই কোন বড় চমক। লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে অভিষেক হওয়া পেসার জশ টং স্কোয়াডে। অ্যাশেজের দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার পেসার জিমি অ্যান্ডারসন ও ওলি রবিনসন। দু'জন চলমান আয়ারল্যান্ড টেস্টে চোটের কারণে অনুপস্থিত। 

বার্মিংহামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ জুন থেকে। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। যেটি ওভালে শুরু হবে আগামী ৭ জুন থেকে। 

প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াডঃ বেন স্টোকস (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টং, ক্রিস ওকস ও মার্ক উড।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷