ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৩ ১৯:৩৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: দীর্ঘ ২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন দিমুথ করুনারত্নে। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা।


চোটের কারণে লম্বা সময় ধরেই ক্রিকেটের বাইরে আছেন দুশমান্থ চামিরা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটে ফিরছেন ডানহাতি এই পেসার।

ওয়ানডে সিরিজের দলে একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার দুশান হেমান্থা। লেগ স্পিনের সঙ্গে ব্যাটিংটাও বেশ ভালোই পারেন তিনি। দল থেকে বাদ পড়েছেন দুনিথ ওয়েলালাগে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে নেই উইকেটরক্ষক ব্যাটার কুশাল পেরেরার।


শ্রীলঙ্কা স্কোয়াড-

দাসুন শানাকা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথা আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুনারত্নে, দুশান হেমান্থা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, দুশমান্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মাহিশ থিকশানা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷