ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ২৩:৩৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী ২৪ মার্চ (শুক্রবার) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এই সিরিজকে সামনে রেখে রশিদ খানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ ক্যাম্পাইনার মোহাম্মদ নবী। নবী ফেরার দিনে বাদ পড়েছেন সিনিয়র ব্যাটার রহমত শাহ ও হজরতুল্লাহ জাজাই।

দল নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নসিব খান বলেন, আমরা সেরা স্কোয়াড বেঁছে নিয়েছি। আমি আত্মবিশ্বাসী ছেলেরা সেরা পারফর্ম করবে। 

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, সেদিকুল্লাহ আটাল, নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, শরফুদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর। রেহমান, ফরিদ আহমদ, ফজলহক ফারুকী এবং নবীন উল হক।

রিজার্ভ খেলোয়াড়: নাঙ্গিয়াল খারোতি, জহির খান ও নিজাত মাসুদ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷