ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট মানছেন আকরাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ২১:০৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী এশিয়া কাপে পাকিস্তান যেতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। অপরদিকে পাকিস্তানও হুমকি দিয়েছে ভারত না গেলে বিশ্বকাপে ভারতে আসবে না বাবর-রিজওয়ানরা। এসব দ্বন্দ চলছে বেশ কয়েকমাস ধরেই। এবার বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক গ্রেট ওয়াসিম আকরাম। ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মানছে ওয়াসিম। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপে পাকিস্তান ফেবারিট কিনা এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘অবশ্যই পাকিস্তানের কথা বলব। আমার চোখে দুই দলই অসাধারণ। তবে আমাদের অধিনায়ক (বাবর আজম) একজন অসাধারণ খেলোয়াড়, আমাদের ফাস্ট বোলিং লাইনআপও বিশ্বের অন্যতম সেরা।’

তিনি বলেন, ‘শাহিন আফ্রিদি এ মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে। পিএসএলে ওর নেতৃত্বে লাহোর টানা দুবার শিরোপা জিতেছে। হারিস রউফ, নাসিম শাহরাও ভালো করেছে। মোহাম্মদ হাসনাইনের কথাও বলতে হয়। বিশ্বকাপে ভারতের পিচগুলো ব্যাটিং–সহায়ক হবে। তাই যে দলের বোলিং আক্রমণ শক্তিশালী, সে দলই জিতবে।’

ভারত সর্বশেষ ২০১১ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ঘরের মাঠে। এদিকে পাকিস্তানের শেষ বিশ্বকাপ শিরোপা সেই ১৯৯২ সালে জিতেছিল। ৩০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বকাপ খরায় ভুগছে পাকিস্তান। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে এই খরা ঘুচাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷