ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ বছরের জন্য আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ আরব আমিরাত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ ০৬:১৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছে আফগান ক্রিকেটাররা। সংক্ষিপ্ত ফরম্যাটে আদায় করেছে সমীহ। তবে নিজেদের মাটিতে ‍সুযোগ হয়না ম্যাচ খেলার। অন্যের মাঠকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে শুরু থেকে। আগামী পাঁচ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে বেঁছে নিয়েছে দলটি। 

 

এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা। অর্থাৎ, আগামী ৫ বছর সংযুক্ত আরব আমিরাতে 'হোম ম্যাচ' খেলবে রশিদ খান-মুজিব উর রহমানরা।

 

হোম ভেন্যুর সুবিধা নিতে এই পাঁচ বছরের প্রতি বছরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে আফগানিস্তানকে। অবশ্য এই সিরিজের সমস্ত আয়োজন করে দিবে আমিরাত ক্রিকেট বোর্ড। 


সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আবুধাবি, দুবাই এবং শারজাহর মাটিতে খেলবে আফগানরা। এই তিন ভেন্যুতে খেলতে আগামী পাঁচ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাবেন আফগানিস্তানের অন্তত ২৪ ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷