ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টনে নিউজিল্যান্ড-ভারতের লড়াইয়ে জিতল বৃষ্টি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ ০৫:৩৪

ফলাফল আসেনি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের। গেটি ইমেজ ফলাফল আসেনি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিতলেই এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতো স্বাগতিক নিউজিল্যান্ড। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে ভারতের চাই জয়। এমন সমীকরণ মাথায় নিয়েই এদিন হ্যামিল্টনে মাঠে নেমেছিল দু'দল। তবে দু'দলকেই এদিন ফিরতে হয়েছে শূন্য হাতে। কেননা, হ্যামিল্টনের বেরসিক বৃষ্টি ম্যাচের ফলাফল করতে দেয়নি নির্ধারণ। 

এদিন টস জিতে সফরকারী ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কিউইরা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। এরপর শুভমান গিল ও সূর্যকুমার যাদব দলের হাল। দু'জনই তুলতে থাকেন দ্রুত রান। দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। 

ওভারপ্রতি ৬ এর উপর রান তুলে দলকে দেখান বড় সংগ্রহের স্বপ্ন। ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত ৮৯ রান তুলতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। শেষ পর্যন্ত বৃষ্টি আর না থামলে ম্যাচের আর ফলাফল আসে নি। 

ভারতের পক্ষে ৪ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ২ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন একটি উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷