ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতকে উপেক্ষা করতে পারবে না পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ ০২:০০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারত-পাকিস্তান লড়াই মানেই ক্রিকেট প্রেমীদের চোখের প্রশান্তি। এই দুই দলের ম্যাচের চেয়ে বড় কোন ম্যাচ ক্রিকেটে নেই বলেও মন্তব্য করেন অনেকেই। আগামী এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে  দুই দেশের ক্রিকেট বোর্ড নেমেছে কথার লড়াইয়ে। 

 

এশিয়া কাপের আগামী আসর অনুষ্ঠিত হবে পাকিস্তানে। অপরদিকে ওয়ানডে বিশ্বকাপ গড়াবে ভারতের মাঠে। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলে জানানোর পর পিসিবি জানিয়েছে বিশ্বকাপে অংশ নিবে না তাদের দল।

 

পিসিবি প্রধান রমিজ রাজা বলেছিলেন, 'পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত; দেশটির ক্রিকেট বোর্ড কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি। তবে যখনই সুযোগ আসবে আমরা সেটি করব। আমাদের অবস্থান এখানে অনড়। যদি তোমরা (আসতে) চাও, আমরাও খেলতে যাব।'

 

এদিকে ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন, ক্রীড়া বিশ্বে ভারত বড় শক্তি কেউই তাদের উপেক্ষা করতে পারে না।

অনুরাগ ঠাকুর বলেন, 'সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। ক্রীড়া বিশ্বে ভারত এখন বড় শক্তি। কোনও দেশ ভারতকে উপেক্ষা করতে পারে না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷