ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গল টেস্টে ফিক্সিংয়ের অভিযোগ; তদন্তে আইসিসি!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ ০৪:৩৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ গেল জুলাইয়ে শ্রীলংকা সফর করেছিল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটে জয় পেয়েছিল সফরকারীরা। এই ম্যাচ নিয়ে অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার এক সংসদ সদস্য।

 

নালিন বান্দারা নামের ওই সাংসদের অভিযোগ, পাকিস্তানের বিপক্ষে গল টেস্ট ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা!

 

তিনি লঙ্কান ক্রিকেট বোর্ডের দিকে আঙুল তুলে বলেছেন, 'সর্বশেষ পাকিস্তান সিরিজে আমাদের দল চারশ রান করেছিল। তবু শেষ ইনিংসে গিয়ে হেরে যায়। যারা পিচ রোল করে তাদের থেকে শুরু করে প্রত্যেককে অর্থ দেওয়া হয়েছে। বোর্ড এখন জুয়ার আখড়া হয়ে গেছে। '

 

ক্রিকবাজ জানিয়েছে, এই অভিযোগ ওঠার পর পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাদের আমন্ত্রণে এই টেস্টের বিষয়ে তদন্তের দায়িত্ব নিয়েছে আইসিসির দুর্নীতি বিরোধী সংস্থা-আকসু। নিয়ম অনুযায়ী, তদন্ত শেষ হওয়ার আগে আইসিসি কোনো মন্তব্য করবে না। উল্লেখ্য, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রায়শই দুর্নীতির অভিযোগ উঠছে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রায়শই দুর্নীতির অভিযোগ উঠছে। সে সময় দ্বীপরাষ্ট্রটি চরম অর্থনৈতিক দুরাবস্থায় ছিল। রাজপথে প্রতিদিনই হতো বিক্ষোভ।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷