ক্রিকেটারদের চোট নিয়ে চিন্তাহীন অস্ট্রেলিয়া
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৮
নট আউট ডেস্কঃ গেল এশিয়া কাপে প্রতিটি দলের বড় সমস্যা ছিল সেরা খেলোয়াড়দের ইনজুরি। আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বড় চিন্তার নাম ইনজুরি। তবে এই নিয়ে চিন্তা নেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। দলটির প্রধান কোচ মনে করেন অস্ট্রেলিয়া দলের যে গভীরতা কোনো ক্রিকেটার চোট পেলে কোনো সমস্যা হবে না তাদের।
হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, 'আমাদের দলে বেশ কিছু চোট রয়েছে। বিশ্বকাপে যাওয়ার আগে যা উদ্বেগের তো বটেই। বিশ্বকাপে যাওয়ার আগে কেউ কখনই চায় না যে তাদের সেরা ক্রিকেটাররা চোটের ফলে ছিটকে যাক টুর্নামেন্ট থেকে। তবে আমরা এটাও মনে করি আমাদের দলে সেই গভীরতাটা রয়েছে যার মধ্যে দিয়ে আমরা যে কোনও ক্রিকেটারের যদি চোট আঘাত লাগে তা ঢেকে দিতে পারি।'
বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ শ্রেষ্ঠত্ব ধরে রাখা। কেননা এবারর আসর নিজেদের মাঠে। স্বাভাবিকভাবেই সমর্থকদের আলাদা চাপ থাকবে। অস্ট্রেলিয়া দল সেই চাপ সামলে পারফর্ম করতে পারবে বলে আশাবাদী অজি কোচ।
অস্ট্রেলিয়া দলে যারাই সুযোগ পায় নিজেদের ভালোভাবেই প্রমাণ করে মাঠের ক্রিকেটে। সদ্য সমাপ্ত ভারত সিরিজে প্রশংসা কুড়িয়েছে ক্যামেরন গ্রিন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি।
গ্রিন প্রসঙ্গে হেড কোচ বলেন, 'আমরা তাকে বলেছিলাম টপ অর্ডারে সে যেন নিজের আক্রমণাত্মক ব্যাটিং বজায় রাখে এবং আমার মনে হয় যতটুকু দেখেছি সে সেটা পেরেছে। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি তার ফলাফলটা কী! আমরা ভেবেছিলাম তার সেই দক্ষতা রয়েছে। সেই মতো আমরা পরিকল্পনাও করেছিলাম। বিশ্বের সেরা কয়েকজন বোলারের বিরুদ্ধে সে খেলেছে এবং সাফল্যের সঙ্গে খেলেছে।'
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।
হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।
‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷
আপনার মূল্যবান মতামত দিন: