ক্রিকেটে ফিরছেন টিম পেইন
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ২২:৫২
নট আউট ডেস্কঃ নারী কর্মীকে অশ্লীল বার্তা পাঠানোর কারনে গেল বছর টেস্ট অধিনায়কত্ব হারিয়েছিলেন টিম পেইন। একই সাথে নিজেকে ক্রিকেট থেকেও দূরে সরিয়ে রেখেছিলেন অনির্দষ্টিকালে জন্য। তবে দ্রুত ক্রিকেটে ফিরছেন বলে জানিয়েছেন দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্য তাসমানিয়ার হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন পেইন। দলটির ম্যানেজার বলেন, ‘আপাতত তাসমানিয়ার সঙ্গে কোনো চুক্তি নেই পেইনের। আপাতত তিনি চুক্তির বাইরের খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে অনুশীলন করে যাবেন। অনেক দিন ক্রিকেটের বাইরে থাকা পেইনকে রাজ্য দলের হয়ে খেলার মতো ফর্মে ফিরতে হবে। অনুশীলনের ফাঁকে ফাঁকে সে ক্লাব ক্রিকেটের জন্যও প্রস্তুতি নিতে পারে।’
পেইনের ক্রিকেটে ফেরা প্রসঙ্গে ম্যানেজার জেমস হেন্ডারসন বলেছেন, ‘পেইনের ক্রিকেটে ফেরার ব্যাপারে তেমন তাড়াহুড়া নেই। এক পা, দুই পা করেই সে পদক্ষেপ নেবে।’
আসন্ন বিগ ব্যাশে এই উইকেট রক্ষক ব্যাটারকে দেখা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি দ্য অস্ট্রেলিয়ান। নারী কর্মীকে চার বছর যাবত অশ্লীল বার্তা পাঠানো কথা নিজেই স্বীকার করেছিলেন পেইন। এমন ঘটনা ক্রিকেট দুনিয়ান তোলপাড় সৃষ্টি করেছিল।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।
হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।
‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷
আপনার মূল্যবান মতামত দিন: