ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘৫৬’ রানের টার্গেট, ‘৪০’ বলে টপকাল আয়ারল্যান্ড!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ১০:৩৫

৭ উইকেটের জয়ে সিরিজ আয়ারল্যান্ডের। গেটি ইমেজ ৭ উইকেটের জয়ে সিরিজ আয়ারল্যান্ডের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ টানা দুই জয়ে স্বাগতিক আয়ারল্যান্ড সিরিজ শুরু করলেও, টানা দুই জয়ে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারী আফগানিস্তান। ফলে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারনী ম্যাচে বৃষ্টি আইনে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক আয়ারল্যান্ড। সাত উইকেটের জয়ে প্রথমবার আফগানদের সিরিজ হারের লজ্জা দিলো আইরিশরা।

বেলফাস্টে এদিন টস জিতে সফরকারী আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের তোপের মুখে পড়ে সফরকারীরা৷ বোর্ডে মাত্র ২৬ রান তুলতেই তিন উইকেট হারায় আফগানিস্তান। হজরতউল্লাহ জাজাই (১০), গুরবাজ (৪) ও ইব্রাহিম জাদরানকে (৮) ফেরান অ্যাডায়ার। এরপর দলের হাল ধরেন উসমান ঘানি ও নাজিবুল্লাহ জাদরান। 

এই দু'জনের ব্যাটে দলীয় পঞ্চাশ পার করে আফগানিস্তান। ইনিংসের ১১তম ওভারে বোলিং এসে সফরকারী শিবিরে জোড়া ধাক্কা দেন জশুয়া লিটিল। পরপর দুই বলে ফেরান ইনফর্ম নাজিবুল্লাহ (১০) ও অধিনায়ক মোহাম্মদ নাবীকে (০)। তাতেই বিপাকে পড়ে সফরকারীরা। এরপর উসমানের ব্যাটে লড়াকু সংগ্রহের পথে হাঁটে আফগানিস্তান। তাকে সঙ্গ দেন আজমতউল্লাহ।

আফগানিস্তানের ইনিংসের ১৫তম ওভার শেষে হানা দেয় বৃষ্টি। ফলে বন্ধ থাকে খেলা। বৃষ্টিতে খেলা বন্ধের আগে ৫ উইকেট হারিয়ে আফগানরা সংগ্রহ করে ৯৫ রান। ৩ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন উসমান ঘানি। এরপর বৃষ্টি থামলে ব্যাটিংয়ে নামেনি আফগানিস্তান। ফলে বৃষ্টি আইনে স্বাগতিক আয়ারল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রান।

সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৭ রানে অধিনায়ক অ্যান্ড্রু বার্লবার্নির উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর পল স্টার্লিং ও লরকান ট্রুকারের ব্যাটে জয়ের কক্ষপথে থাকে স্বাগতিকরা। তবে দলকে জয়ের বন্দরে রেখেই সাজঘরে ফিরেন স্টার্লিং(১৬), ট্রুকার (১৪) দুজনই৷ এরপর ট্রেক্টরকে নিয়ে ২ বল হাতে রেখেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন ডকরেল। ম্যাচ সেরা হয়েছে মার্ক অ্যাডিয়ার। সিরিজ সেরা জর্জ ডকরেল।

 

-নট আউট/টিএ

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷