ঢাকা | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে সাত উইকেটে হারালো আয়ারল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ২২:৪৫

বেলফোস্টে প্রথম টি-টোয়েন্টি। ছবি সংগৃহীত বেলফোস্টে প্রথম টি-টোয়েন্টি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বেলফোস্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিকে শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। ওভারের পঞ্চম বলেই ম্যাচ জয়ের লক্ষ্যমাত্রা টপকে গিয়ে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়েছে আইরিশরা। 

টস জিতে প্রথমে ব্যাটিং করা আফগানিস্তান নির্ধারিত বিশ ওভারে করে ১৬৮ রান। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন উসমান ঘনি। ম্যাচের শেষদিকে ব্যাট হাতে তান্ডব চালিয়েছিলেন ইব্রাহিম জাদরান। ১৮ বলে খেলেন ২৯ রানের ইনিংস। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ২২ বলে ২৬ এবং নজিবুল্লাহ জাদরান ১০ বলে ১৫ রান করেন।

বল হাতে আইরিশ বোলার ব্যরি ম্যাকার্থী নিয়েছেন তিন উইকেট। সাত রান দিয়ে দুই উইকেট নিয়েছেন জর্জ ডকরেল। এছাড়াও একটি করে উইকেট নেন জস লিটল এবং গ্যারেথ ডিলানি।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটি থেকে ৬১ রান পায় আয়ার‌ল্যান্ড। তারপর ৬২ রানের জুটি গড়েন অ্যান্ডি বালবির্নি এবং লরকান টুকার।

শেষদিকে ১৫ বলে অপরাজিত ২৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হ্যারি টেক্টর। পাঁচ বলে দশ রান করে তাকে সঙ্গ দেন ডকরেল। এক বল হাতে রেখে জয় পায় আইরিশরা। আফগানদের হয়ে একটি করে উইকেট নেন মুজিব উর রহমান, নাভিন উল হক এবং মোহাম্মদ নবি।

 

সংক্ষিপ্ত স্কোর-

আফগানিস্তান- ১৬৮/৭ (২০ ওভার) (উসমান ৫৯, জাদরান ২৯*; ম্যাকার্থী ৩/৩৪)।
আয়ারল্যান্ড- ১৭১/৩ (১৯.৫ ওভার) (বালবির্নি ৫১, টুকার ৫০; মুজিব ১/২২)।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷