ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্থগিত লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু ডিসেম্বরের প্রথম সপ্তাহে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ২১:৫৩

লঙ্কা প্রিমিয়ার লিগ৷ ছবি সংগৃহীত লঙ্কা প্রিমিয়ার লিগ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: চলতি আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর৷ তবে দেশের সামগ্রিক পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড৷ এবার নতুন করে সূচি প্রকাশ করা হয়েছে৷ ডিসেম্বরের ৬ তারিখ শুরু হবে এবারের আসর৷ টুর্নামেন্ট আয়োজক সামান্থা দোদানভেলা সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

লিগ স্থগিত ঘোষণার আগে হয়েছিল প্লেয়ার্স ড্রাফট৷ এখন আবার নতুন করে প্লেয়ার্স ড্রাফট হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

প্রিমিয়ার লিগ শুরুর আগে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ এবং লিগ শেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সফর করবে শ্রীলংকা৷

২০২০ সাল থেকে শুরু এলপিএল পাঁচ দলের টুর্নামেন্ট। আগের দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা স্ট্যালিয়নস (বর্তমানে জাফনা কিংস)। এ দুই আসরেই রানার্সআপ গল গ্ল্যাডিয়েটরস। নতুন আসর শুরুর আগে কলম্বো স্টারস, ক্যান্ডি ফ্যালকন্স ও ডাম্বুলা জায়ান্টস দলের মালিকানায় রদবদল এসেছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷