ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের চুক্তি বাতিল করলেন বোল্ট!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ২০:৩১

ট্রেন্ট বোল্ট ৷ ছবি সংগৃহীত ট্রেন্ট বোল্ট ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেটের তারকা ক্রিকেটারদের একজন ট্রেন্ট বোল্ট৷ এই দ্রুতগতির বোলার পরিবারকে সময় দিতে জাতীয় দলের সঙ্গে চুক্তি বাতিল করেছেন৷ ফলে এখন থেকে জাতীয় দলে নিশ্চিতভাবে বোল্টকে দেখার সম্ভাবনা খুবই কম৷

বোর্ডকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বোল্ট বলেছেন, ‘এটি আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। এই অবস্থায় আমাকে সমর্থন দেওয়ায় এনজেসিকে ধন্যবাদ। দেশের হয়ে ক্রিকেট খেলা আমার ছোটবেলার স্বপ্ন এবং গত ১২ বছরে ব্ল্যাক ক্যাপ্সের হয়ে যা কিছু করেছি তার জন্য আমি গর্বিত।’

তিনি আরও যোগ করেন, ‘চূড়ান্তভাবে এ সিদ্ধান্তটি মূলত আমার স্ত্রী গার্ট ও তিন ছেলের জন্য নেওয়া। পরিবার সবসময়ই আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল এবং তাদেরকে সবার আগে রাখতেই পছন্দ করি আমি। এখন আমরা নিজেদেরকে ক্রিকেট পরবর্তী জীবনের জন্য তৈরি করছি।’

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হোয়াইট নিশ্চিত করেছেন বোল্ট অবসর নেননি৷ তবে জাতীয় দলের হয়ে বেছে বেছেই খেলবেন তিনি৷

বোল্টের এমন সিদ্ধান্ত বাকি ক্রিকেটারদের প্রভাবিত করবে বলে ধারনা বিশ্লেষকদের৷ বর্তমানে আইসিসির দেওয়া ঠাসা সূচি অবশ্য খুব একটা পছন্দ হয়নি কারও৷ বেন স্টোকসের নেওয়া অবসরের পর আরও তীব্র হয়েছে সামগ্রিক আলোচনা৷

২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এই বোলারের৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷