ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১

সিরিজ পুরো শ্রীলঙ্কার উদযাপন করা উচিত: শানাকা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০০:৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকার সিরিজ জয়৷ ছবি সংগৃহীত অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকার সিরিজ জয়৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সময়ের ব্যবধানে গল্পটা পুরনো হলেও বাস্তবতা আগের তুলনায় আরও কঠিন নিশ্চই৷ দেশটির অভ্যন্তরে যখন ভয়াবহ অর্থনৈতিক সংকট৷ পরিস্থিতি সামাল দিতে না পেরে যখন নিজেদের দেউলিয়া ঘোষণা করা হয় তখন ঠিকই চালিয়ে যাচ্ছে বাইশ গজে ব্যাট বলের লড়াইয়ে৷ সফলতাও মিলছে দারুনভাবেই৷

বাংলাদেশে টেস্ট সিরিজের পর নিজেদের মাটিতে অজিদের হারানো নিশ্চই অনেকবেশি কিছু পাওয়া দেশটির সকলের৷ তাই দাসুন শানাকার মতে পুরো শ্রীলঙ্কার এটা উদযাপন করা উচিত৷

এক ম্যাচ হাতে রেখেই ৪ রানে ম্যাচটি জিতে সিরিজ ৩-১ এ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। চারিথ আসালানকার প্রথম সেঞ্চুরির পর ২৫৮ রান করার পরও তা সফলভাবে প্রতিহত করে। ডেভিড ওয়ার্নারের ৯৯ রানে চড়ে অস্ট্রেলিয়া দারুণ লড়াই করে। শেষ ওভারে ১৯ রান আটকানোর দরকার ছিল স্বাগতিকদের। বল হাতে নেন অধিনায়ক দাসুন শানাকা। ম্যাথু কুনেমান তিনটি চার মেরে ম্যাচ জমিয়ে তুললেও শেষ বলে তাকে ফিরিয়ে শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত করেন তিনি।


২ কোটিরও বেশি মানুষের দেশে অর্থনৈতিক সংকটের কারণে যে দুরবস্থা তা কয়েক মুহূর্তের জন্য দূর হয়েছে মনে করেন শানাকা। ২২ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয় দেশবাসীকে উৎসর্গ করলেন তিনি। তার টুইট, ‘শুধু আমার জন্য নয়, আমার সতীর্থদের, শ্রীলঙ্কা ক্রিকেট, পুরো দেশের জন্য এই মুহূর্তে এটি ছিল খুব প্রয়োজনীয়। এবং এটি উৎযাপন করা উচিত পুরো দেশের৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷