ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

আভিজাত্যের সংস্করণে প্রথম যমজ জুটি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জুন ২০২৩ ০২:৪৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: টেস্ট ক্রিকেটে যমজ ভাইদের নিয়ে রয়েছে নানামুখী গল্প৷ তবে এই গল্পের শুরুটা হয়েছিল স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহ জুটি দিয়ে৷ ২ জুন ১৯৯১, আভিজাত্যের সংস্করণে প্রথমবার একসাথে মাঠে নেমেছিল এই দুই যমজ ভাই ৷

 

১৯৯১ সালে বড় ভাইয়ের খারাপ সময়ে দলে ডাক পেয়েছিলেন মার্ক ওয়াহ৷ বড় ভাইয়ের স্থলাভিষিক্ত হয়ে চিনিয়েছিলেন নিজের জাত৷ ঐ বছরের জুনেই ওয়েস্ট ইন্ডিজ সফরে একসাথে খেলার সুযোগ হয়েছিল দুজনের৷

 

অস্ট্রেলিয়ার হয়ে দুই ভাই একসঙ্গে টেস্ট খেলেছেন ১০৮টি৷ ৪১টি সেঞ্চুরিসহ রান করেছেন ১৪৩২৬৷

 

অজিদের হয়ে দুজনে দেখেছেন সফলতার মুখ৷ লড়াকু মানসিকতায় স্টিভ হয়েছেন কিংবদন্তি অধিনায়ক৷ অপরদিকে ব্যাটিং সৌন্দর্য বিচারে মার্ক দুনিয়ার অন্যতম সেরা৷

 

স্টিভ ও মার্কের জন্মের ব্যবধান প্রায় ৪ মিনিট৷ ৭ বছর বয়স থেকে বিভিন্ন পর্যায়ে এক দলে থাকলেও জাতীয় দলে দুজনের টেস্ট অভিষেকের দূরত্ব ৬ বছর৷

 

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ১৯৮৫ সালে প্রথমবার সুযোগ পেয়েছিল স্টিভ ৷ ১৬৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে করেছেন ১০৯২৭ রান৷ ২০০ রানের ইনিংস ক্যারিয়ার সেরা৷ এই সংস্করণে বল হাতে নিয়েছেন ৯২ উইকেট৷

 

ওয়ানডে ক্রিকেটেও নিজের প্রভাব বিস্তার করেছিলেন স্টিভ৷ ৩২৩ ম্যাচে করেছেন ৭৫৬৯ রান৷ বল হাতে নিয়েছেন ১৯৫ উইকেট৷ ব্যাট হাতে ১২০ রানের ইনিংসটি ব্যক্তিগত সর্বোচ্চ৷

 

১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অভিষেক হয়েছিল মার্ক'র৷ ২৪৪ ম্যাচে করেছেন ৮৫০০ রান৷ ১৭৩ রানের ইনিংসটি ক্যারিয়ার সেরা৷ টেস্ট ক্রিকেটেও অনন্য তিনি৷ ১২৮ ম্যাচ থেকে সংগ্রহ করেছেন ৮০২৯ রান৷ ১৫৩ রানের ইনিংসটি ক্যারিয়ার সেরা৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...