ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

পারফর্মার মুশফিককে মিস করবেন অধিনায়ক সাকিব?

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ১৯:০০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওনঃ ৪ সেপ্টেম্বর ২০২২! সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোষ্টে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন মুশফিকুর রহিম। সেসময় ক্রিকেটে ক্ষুদ্রতম সংস্করণে ভালোই খারাপ সময় কাটাচ্ছিলেন তিনি। ক্রিকেট পাড়ায় তাকে নিয়ে হয়েছিল নানামুখী কথা।


মুশফিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোর পর কেটে গেছে ৬ মাস। মাঝের এই সময়ে মিস্টার ডিপেন্ডেবল পারফর্ম করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে। ফাইনালে ব্যক্তিগত ৭৪ রানের ইনিংস খেলার পর খোঁজ নিয়েছিলেন স্বয়ং নাজমুল হাসান পাপন।


বিপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রান পাননি অভিজ্ঞ ক্যাম্পাইনার। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে করেছিলেন ৭০ রান। সেই ম্যাচ শেষে মুশফিককে নিয়ে স্বস্তির কথা বলেছিলেন বিসিবি বস।


ইংল্যান্ড সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে দেখা মিলেছে বিষ্ফোরক মুশফিককে। ছয় নম্বর পজিশনে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচে তুলেছেন দ্রুতগতিতে রান। দ্বিতীয় ম্যাচে তো গড়েছেন গৌরবময় মাইলফলক। ৬০ বলে সেঞ্চুরিতে দ্রুততার বিচারে স্বদেশীদের মধ্যে বর্তমানে সবার উপরে তিনি।


মুশফিকের এমন ফর্ম চেয়েছিল ম্যানেজম্যান্ট। ম্যাচ জেতানো ইনিংস বড্ড প্রয়োজন ছিল তার ব্যাটে। দারুণ এক সময় কাটাচ্ছেন মিস্টার ফিফটিন। এমন ফর্মের ক্রিকেটারকে কি টি-টোয়েন্টিতে মিস করবে অধিনায়ক সাকিব?


জাতীয় দলের টেস্ট ফরম্যাটে দায়িত্ব নেওয়ার পর সাকিব বলেছিলেন দলে থাকতে হলে পারফর্ম করতেই হবে। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ডিকশনারিতেও প্রাধান্য পারফরম্যান্স। সব মিলিয়ে কি আবার টি-টোয়েন্টি দলে ফিরবেন মুশফিক? এমন প্রশ্নে রয়েছে অনেক তবে,কিন্তু।


টি-টোয়েন্টিতে মুশফিকের বিদায় নিয়ে গত বিশ্বকাপের আগে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন,‘আমাদের বিশ্বকাপ ভাবনায় যে ২০ জন ক্রিকেটার ছিল, তাদের একজন মুশফিক।‘আমরা ওর চিঠি পেয়েছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ড সিদ্ধান্ত নেবে।’

 

মুশফিকের বয়স চলছে ৩৫। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যা হবে ৩৬। বয়স যে খুব গভীরতায় চলে যাবে বিষয়টি এমনও না। তবে মুশফিক কি ফিরবেন? ফিরবে কিনা সেটা তো তখনই বলবে যদি প্রস্তাব দেওয়া হয় দায়িত্বশীল জায়গা থেকে। এছাড়াও নির্বাচকদের ভাবনায় এক বছর আগে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই ভাবনায় পারফর্মার মুশফিক থাকলে মন্দ হবে না নিশ্চয়ই।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...