ঢাকা | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

নেতৃত্বের সংমিশ্রণে ধারাবাহিক সফলতা

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ২০:১৫

বাংলাদেশ ক্রিকেট দল।ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল।ছবি সংগৃহীত

দেশ সেরা ব্যাটার নাকি সেরা অধিনায়ক কোনটি হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান? এমন এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন সেরা অধিনায়ক৷

একাদশ বাছাইয়ে প্রথম ম্যাচে ভালো করার পরেও একজনকে পরের ম্যাচে ড্রপ দেওয়ার কারন কিংবা ডিপিএলে সর্বোচ্চ রান করে ওয়ানডেতে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকার পর দলে সুযোগ না পাওয়ার কারন স্পষ্ট করে বলা নেতৃত্বের অনেক বড় গুণ৷ তাসকিন যেমন বুঝেছে কম্বিনেশনের কারনে বাদ পড়তে হয়েছে৷ ফলে ভালো করতে হবে আরও তেমনি বিজয় হতাশ না হয়ে করবেন অপেক্ষা৷

বাংলাদেশ কাপ্তানের আলোচনার মাঝে যুক্ত করা যেতে পারে রোহিত শর্মাকে৷ বিরাট কোহলির দুঃসময়ে সমস্ত সমালোচনার জবাব সংবাদ সম্মেলেন দিয়ে আগলে রেখেছেন কোহলিকে৷ বাংলাদেশে বর্তমানে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা সমালোচনা বেশি হয় তাদের মধ্যে দুজন নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদউল্লাহ রিয়াদ৷ দুজনকে বাদ দেওয়ার যখন তীব্র আলোচনা তখন শান্তকে করালেন ওপেনিং, ছোট হয়েও দলের প্রয়োজনে বড় ভাই রিয়াদের প্রতি সর্বোচ্চ বিশ্বাস৷

বাইশ গজের লড়াইয়ে ম্যাচের পরিস্থিতি ভালোভাবেই সামাল দিচ্ছেন খাঁন বংশের এই সন্তান৷ প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় সুপরিকল্পিত চ্যালেঞ্জ জানিয়ে ম্যাচের সবটায় করে নিচ্ছেন নিজেদের৷

টানা তীব্র তাপমাত্রায় দূর্বিষহ দিন কাটানো মানুষগুলোর প্রার্থনায় যেমন থাকে এক পশলা বৃষ্টি, ঠিক তেমনি এই সফরে টেস্ট এবং টি-টোয়েন্টিতে লজ্জাকর হারের পর নিশ্চিতভাবেই সৃষ্টিকর্তার প্রতি সকল ক্রিকেট প্রেমী বাঙালির আকুল নিবেদন ছিল একটি ম্যাচ জয়৷ যখন সেই কাঙ্খিত জয় আসলো তখন তামিমের দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল৷

অধিনায়ক যখন নিজেই ছন্দে থাকেন তখন মাঠ পরিচালনার কাজ যে সহজ হয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না৷ তামিম নিজেও ব্যাট হাতে রান পাচ্ছেন৷ পরিকল্পনাতেও সফল হচ্ছেন৷ মাশরাফি যেখানে ইতি টেনেছেন, সেখান থেকেই দলকে সামনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷

তর্ক কিংবা যুক্তির খাতিরে অনেকেই বলতে পারেন ম্যাচ কি তামিম একাই জেতাচ্ছেন৷ এমন প্রশ্নের সহজ উত্তর না৷ তবে মাঠে বাকি দশজনকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে সবার অবদানেই প্রাপ্তির হাসি মুখে সহজে দেখা মেলে৷

তামিমের নেতৃত্বে বাংলাদেশ নিজেদের নিয়ে গিয়েছিল সুপার লিগে সবার উপরে৷ বর্তমানে রয়েছে দ্বিতীয় অবস্থানে৷ এই নেতার নেতৃত্বে এখন পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচ খেলেছে ২৩ টি৷ যেখানে জয়ের সংখ্যা ১৪, হার ৯ ম্যাচে৷ শেষ পাঁচ ম্যাচে চারটিতে জয় টিম টাইগারের। যার মধ্যে দুইটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এবং দুইটি গায়ানায়। 

তামিম নেতৃত্ব পাওয়ার বেশ কিছুদিন পর সাকিব বলেছিলেন ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন' হবেন তামিম৷ এখন সেটি অনেকটায় বাস্তব রূপ নিয়েছে৷

টেস্ট এবং টি টোয়েন্টিতে এক সাকিব আল হাসান না থাকলে এভারেস্ট সমান চাপ সামলাতে হয় ম্যানেজম্যান্ট এবং অধিনায়ককে৷ সেখানে এই সিরিজে সাকিব এবং মুশফিককে ছাড়াই পরিকল্পনা সাজাতে হয়েছে তাদের৷ এই দুইজন যখন দলে যোগ হবে তখন বাস্তবিক অর্থে দল আরও শক্তিশালী হবে৷ তামিমের নেতৃত্বের মেয়াদ যেমন আগামী বিশ্বকাপ পর্যন্ত তেমনি সাকিবের স্বপ্নও সেই বিশ্বকাপ জয়৷ সবার স্বপ্নই সেটা৷ তবে যারা ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে রয়েছে তাদের কাছে মূল্য অনেক বেশি৷ এমন ধারাবাহিকতা চলতে থাকলে প্রতিবেশী দেশে আয়োজিত বিশ্বকাপে চমকপ্রদ কিছু হতেই পারে৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...