ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওপেনিং নিয়ে দিশেহারা বাংলাদেশ, ৩২ ম্যাচে ১০ বার পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ২২:৪৮

বাংলাদেশ টি-টোয়েন্টি ওপেনার৷ ছবি সংগৃহীত বাংলাদেশ টি-টোয়েন্টি ওপেনার৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: শিরোনামের যথার্থতা খুঁজতে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের ১৫ মিনিট স্থায়ী ছোট্ট পোস্টটাকে প্রতীকী হিসেবে ধরে নিতে পারেন। ‘টি-২০ ইন্টারন্যাশনাল, পরে কয়েকটি হাত তালির ইমোজি’ দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তামিম। পরে তা দ্রুত সরিয়েও নেন।

 

তামিম তো খেলোয়াড়, শুধু তামিম কেন, ক্রিকেট বিশ্ব, ক্রিকেটপ্রেমী সবার কাছেই স্বচ্ছ পানির মতো পরিস্কার ওপেনিং নিয়ে যে টি-২০ তে রীতিমতো পাগলপ্রায় হয়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আশ্রয় পেতে, সমাধান খুঁজতে যে গাছের ঢালেই চড়েছেন নির্বাচক-কোচ-অধিনায়ক, কাকতালীয়ভাবে ঢালপালা সমেত সেই গাছই ভেঙে পড়েছে। কত কত পরীক্ষা-নিরীক্ষা হলো, কিন্তু সবকিছুর যোগফল শূন্য।

আরও পড়ুন: ফেসবুক বার্তায় রহস্যের জন্ম দিলেন তামিম


তামিমহীন ওপেনিং জুটি যেন তাসের ঘর। নিয়ম করেই ব্যর্থ হচ্ছে ওপেনিং জুটি। তামিম সর্বশেষ টি-২০ খেলেছেন ২০২০ সালের ৯ মার্চ। তারপর এ ফরম্যাটে ৩২ ম্যাচ (৩ জুলাইয়ের ম্যাচসহ) খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ১০টি পৃথক জুটিকে দিয়ে ইনিংসে ওপেনিং করায় বাংলাদেশ।


দুই প্রান্তে বাঁহাতি, ডানহাতি-বাঁহাতি, দুইজন ডানহাতি, তথা নানা কম্বিনেশনে ওপেনিং জুটি গড়া হয়েছে। কিন্তু লাভের অঙ্ক দেখা যায়নি।


গত শনিবার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ওপেনিং করেছেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। তারা গত ৩১ ম্যাচে বাংলাদেশের নবম ওপেনিং জুটি। তাদের যুগলবন্দির যবনিকাপাত ২ রান তুলতেই। গতকাল দশম ওপেনিং জুটি ছিল লিটন দাস ও বিজয়কে নিয়ে। ৮ রান তুলে দ্বিতীয় ওভারেই বিচ্ছিন তারা।


এর আগে নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে ওপেনারের ভূমিকায় দেখা গেছে। তাদের মধ্যে নাঈম শেখ, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত এখন টি-২০ দলেই নেই।

টি-২০ তে ওপেনিং জুটি নিয়ে তীব্র সংকট বাংলাদেশ দলে। কয়েকমাস পরই টি-২০ বিশ্বকাপ, তার আগে এর সমাধান হবে, ওপেনাররা থিতু হবেন- এমন আশা করা কঠিন।
তবে কী এখন তামিমের মান ভাঙানোই বিসিবি, টিম ম্যানেজমেন্টের জন্য নিরাপদ গন্তব্য হবে? হয়তো স্বস্তির অনুসঙ্গও হতে পারে।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...