ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টির আদলে টেস্ট নীতি

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২ জুলাই ২০২২ ২২:৩৮

এজবাস্টনে প্রথম দিনের নায়ক  ঋষভ পন্ত৷ ছবি সংগৃহীত এজবাস্টনে প্রথম দিনের নায়ক ঋষভ পন্ত৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: এ যেন অপরূপ মুগ্ধতা৷ এমন দৃশ্যের সমাহার আছে বলেই হয়তো ক্রিকেট এতই সুন্দর৷ আর সুন্দরের শৈল্পিক কাজটুকুর অনেকটাই যেন গচ্ছিত থাকে এই সাদা পোষাকের ক্রিকেটে৷ যেখানে সাদা রঙের প্রভাব সর্বোচ্চ হলেও গল্প রঙিন না হওয়ার কোন বিকল্প অপশন রাখছেন না ঋষভ পন্ত সহ আরও অনেকে৷ অবশ্য ব্যাট হাতে বাইশ গজের সবচেয়ে কঠিন এবং অভিজাত ফরম্যাটের ব্যাকরণকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুচ্ছ করা হয়, তখন প্রিয়তম আর প্রিয়তমার রোমান্টিক গল্পের সাময়িক মৃত্যু ঘটলেও ঘটতে পারে৷ সেটি কি কারনে তা হয়তো বুঝে গেছে তারাই যারা চোখ রেখেছিল ক্রিকেটের টানে এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের খেলায়৷ যেখানে মহাকাব্যের মহানায়ক ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্ত৷

 

করোনার কারনে বন্ধ হলেও ভেস্তে যায়নি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ৷ শেষ ম্যাচে ম্যাথু পটস ও জিমি অ্যান্ডারসনের বোলিং যদি হয় তীব্র বন্যা তাহলে ভারত দলের পাশে লাগাতে হবে বনভাসী তকমা৷ জাদেজাকে নিয়ে ঋষভ পন্তের মেরামতের লড়াই সে তো আলাদা আকর্ষণ৷ দলীয় শতক পূরণের আগেই যখন স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে পাঁচ উইকেট হারানোর চিত্র তখন ভবিষ্যত কতটুকুই বা উজ্বল আশা করা যায়৷ তবে করা না গেলেও হয়েছে৷ ওই অবস্থা থেকে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩৩৮৷ এমন সংগ্রহের নেপথ্যে যদিও জাদেজার অপরাজিত ৮৩ রানের অবদান রয়েছে তবুও সব আলো নিজের করে নিয়েছেন পন্ত৷ অসংখ্য কারনের মূল একটিই তা বিধ্বংসী সেই ইনিংস৷ যেখানে ১১১ বলে করেছেন ১৪৬ রান৷ এছাড়াও মাত্র ৮৯ বলে করেছেন শতক৷ যা ক্যারিয়ারে পঞ্চম৷ এমন বিধ্বংসী ইনিংসে কাটিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে৷

 

বীরের মত ইনিংস খেলাকালীন মাঠের চারপাশে বলকে পাঠিয়েছেন৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অফ স্ট্যাম্পের বাইরের বল বাউন্ডারি ছাড়া করতে গিয়ে বেশ কয়েকবার আউট হওয়া এই ব্যাটার এজবাস্টনে মিড অফেই করেছেন ২৭ রান৷ যা সব পাশে রান করার বিচারে সর্বোচ্চ৷ নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে দশ উইকেট নেওয়া জ্যাক লিচের বিপক্ষে খেলা ৩২ বলে তুলেছেন ৫৯ রান৷

মারকুটে ব্যাটিং করে শুধু দলকে রক্ষা করেছে এমনটি নয়৷ শত-অজস্র ক্রিকেটপ্রেমী যারা টেস্ট নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেনা তারাও এমন ইনিংস আরেকবার দেখার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে সম্মুখপানে তাকিয়ে থাকবেন৷ টেস্ট ক্রিকেটে প্রতি মিনিটে ঘাত-প্রতিঘাত রয়েছে বলেই তাকে তুলনা করা হয় জীবনে সাথে৷ এই লড়াইয়ে গতকাল ঋষভ যে জাদু ছড়িয়েছে তা কারও কাছে স্বপ্ন মনে হলেও হতে পারে৷ তার ব্যাটিং আগ্রাসন এতটাই ছিল যে সঙ্গী জাদেজা স্ট্রাইক প্রান্তে গেলে মনের অজান্তে হয়তো কেউ বলে উঠেছে 'বাবা ঋষভকেই দে'৷ বলাটাই স্বাভাবিক৷ কারন কিছু সময়ের জন্য মনে হয়েছে টেস্ট নয় পোষাকের রং বদলিয়ে চলছে টি-টোয়েন্টি৷

অ্যান্ডারসনের সুইং, স্টোকসের বাউন্সার, জ্যাক লিচের টার্ণ সামলানো ঋষভ সেঞ্চুরি উৎযাপন করেছিলেন স্ট্রুয়ার্ট ব্রডের বলে দুই রান নিয়ে৷ শেষ পর্যন্ত নান্দনিক ইনিংসের সমাপ্তি ঘটেছ জো রুটের বলে৷

শুধুমাত্র এজবাস্টনে নয়৷ এরআগেও এমন চিত্রের কারিগর ছিলেন তিনি৷ অস্ট্রেলিয়াতে ৩৬ রানে অলআউট হওয়ার পরেও লিখেছিল সিরিজ জয়ের গল্প৷ এছাড়াও ভারতীয় উইকেট রক্ষক হিসেবে সবচেয়ে কম সময়ে পূরণ করেছেন ২ হাজার টেস্ট রান৷ এছাড়াও একমাত্র ভারতীয় উইকেট রক্ষক যিনি দেশের বাইরে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বর্তমানে৷

টেস্ট ক্রিকেট দর্শক হারাচ্ছে৷ টি-টোয়েন্টির কারনে সময়ের ব্যবধানে শঙ্কায় টেস্ট ভবিষ্যত' এমন কথা স্বয়ং আইসিসি প্রধানের৷ তবে খুব বেশি দূরে নয়৷ ইংল্যান্ড- নিউজিল্যান্ড সিরিজের পর ভারত-ইংল্যান্ডের প্রথম দিনের বিচারে বলা যেতেই পারে হারিয়ে যাওয়ার সুযোগ নেই৷ যারা উপভোগ করতে জানে তাদের কাছে এটিই সেরা বটে৷ যেখানে জনি বেয়ারস্টো চার-ছয়ের সংমিশ্রণে উৎযাপন করে শতকের সুখ৷ অধিনায়ক বেন স্টোকসের মহাকাব্যিক গ্রন্থ সে তো চিরস্মরণীয়৷ আরেক ইংলিশ ব্যাটার জো রুটও মাঝে মধ্যে হয়ে ওঠে একই পথের পথিক৷ এছাড়াও অনেকেই রয়েছে যারা টি-টোয়েন্টির নীতিকে টেস্টে প্রয়োগ করে নিয়ে গেছে অনন্য মাত্রায়৷

প্রতি বলে রান করার তীব্র আকাঙ্খা৷ বল সীমানা ছাড়া করে মুখে যে প্রাপ্তির হাসি ব্যাটারদের৷ খুব বেশি দূরে হয়তো নেই যখন পাঁচদিনের ম্যাচ আসবে চার দিনে৷ যদি নাও হয় এমন কিছু তবুও অপলক দৃষ্টিতে তাকিয়ে প্রতিটি বল দেখার জন্য প্রস্তুত থাকবে অনেকে৷ কারন যেভাবে সংস্কৃতি বদল হতে শুরু হয়েছে তাতে করে টেস্ট ছুটলেও ছুটতে পারে ওয়ানডে গতিতে৷ আর টি-টোয়েন্টির ঝলক সে তো পুরনো মন্ত্রে নতুন করে উজ্জীবিত৷ 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...