ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লাল বলে শতভাগ ভালোবাসা

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ১৯:২২

জেমস অ্যান্ডারসন৷ ছবি সংগৃহীত জেমস অ্যান্ডারসন৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: ক্রিকেট ব্যাকরণে এমন কিছু না থাকলেও স্বাভাবিকভাবে যা হয় তা হলো তিন সংস্করণে সমানতালে খেলা একজন ক্রিকেটার সবার আগে বিদায় বলেন টেস্ট ফরম্যাটকে, এরপর ওয়ানডে, অতপর টেস্ট৷ তবে ব্যতিক্রমীদের মধ্যে একজন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন৷

দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই ডান হাতি দ্রুতগতি বোলারের ম্যাচ সংখ্যা ৩৮৪৷ যার মধ্যে টেস্ট ম্যাচ মোটে ১৭১৷ বয়স চল্লিশের ঘরে৷ যে বয়সে ব্যাট হাতে শাসন করা সম্ভব নয় ক্রিকেট বিশ্বকে সেই বয়সে ঘন্টায় ১৪০ কি.মি গতিতে নিয়মিত বল করে সময়ের সেরা ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন দারুণভাবেই৷ এই বয়সে একজন বোলারের লাল বলে ধারাবাহিক গতির সাথে ইনসুইং, আউট সুইংয়ের কথা আপনাকে মুগ্ধ না করলেও আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন যদি একবার খেলা দেখতে বসে পড়েন৷

একজন ফাস্ট বোলার যার ঝুলিতে টেস্ট উইকেট ৬৫০টি৷ সেই বোলার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৫ সালে৷ কুড়ি ওভারের ক্রিকেটকে বিদায় বলেছেন আরও ৬ বছর আগে৷ অর্থ্যাৎ ২০০৯ সালে৷

ওয়ানডেতে জেমস খারাপ বলে টেস্টের প্রতি ভালোবাসা নিংরে দিয়েছে এমনটিও নয়৷ ১৯৪ ম্যাচে নিয়েছেন ২৬৯ উইকেট৷ ওভারপ্রতি গড় পাঁচের কম৷ হয়তো বিধাতা চেয়েছে বর্তমান তরুন প্রজন্ম যেটিতে অনিচ্ছুক বেশি সেটির আইডল বনে যাক অ্যান্ডারসন৷ 

টেস্ট ক্রিকেটের প্রতি নিবেদন কতটা তা ছোট্ট সমীকরণে বুঝে যাওয়ার কথা আপনার৷ যদি আপনি ক্রিকেট বুঝে থাকেন৷

অ্যান্ডারসন তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত বল করেছেন ৩৬৮২৮ টি৷ যা ওভারের হিসেবে ৬১৩৮৷ এই সংখ্যার বিচারে তার অবস্থান বর্তমানে ৪ নম্বরে৷ সংখ্যাটা দেখে আপনি চমকে যেতে পারেন৷ অবিশ্বাস্য বলে মাথায় হাত দিতে পারেন৷ তবে বিস্ময়ের অনেকটা বাকি আছে এখনো৷ ক্যারিয়ারে রান শূণ্য ওভার করেছেন ১৬০৪টি৷ পাঁচ উইকেট নিয়েছেন ৩১ বার, দশ উইকেট নিয়েছেন ৩ বার৷ ইনিংসে ৪ উইকেট পাওয়ার সংখ্যা ৩০ বার৷ এছাড়াও ব্যাট হাতে আছে হাজারের উপরে রান৷ পরিসংখ্যানের হিসেবে রান সংখ্যা ১২৭৮৷

আরও একটি অবাক করা তথ্য দেওয়া যেতেই পারে৷ এই সংস্করণে ১১ নাম্বারের ব্যাটিং করে জিমি করেছেন ৬০৯ রান৷ ব্যক্তিগত সর্বোচ্চ ৮১ রান৷ মোট রানের বিচারে রয়েছেন তিন নম্বরে৷ ব্যক্তিগত ইনিংসে সবার উপরে৷ এমন সুদর্শন ক্যারিয়ার দেখে তার প্রতি মুগ্ধ না হয়ে উপায় কি আপাতত জানা নেই ক্রিকেটপ্রেমীদের৷

অ্যান্ডারসন ক্যারিয়ারে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের বিপক্ষে৷ ৩৪ টেস্টে ১২৩৫.৩ ওভার বল করে উইকেট সংখ্যা ১৩৩৷ পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ বার৷

২০১৭-২১ এই পাঁচ বছরে অ্যান্ডারসন ৪৬ ম্যাচে নিয়েছেন ১৭২ উইকেট৷ ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ৮ বার৷

সাদা পোষাকের প্রেমিক হয়ে অ্যান্ডারসন বিচ্ছেদ করেছিলেন রঙিন পোষাকের সাথে৷ এই পোষাক তাকে এতকিছু দিয়েছে যা অকল্পনীয়৷ ক্রিকেট বিশ্বের প্রথম দ্রুতগতির বোলার হিসেবে নিয়েছেন ৬৫০ উইকেট৷ পেসারদের ইনজুরি স্বাভাবিক বিষয় তারপরেও চোটমুক্ত হয়ে নিয়মিত খেলার সামর্থ্য নিশ্চই সফলতার মূল চাবি৷

পেসারদের মধ্যে উইকেট সংগ্রাহকে সবার উপরে থাকা জিমি টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন তিন নম্বরে৷ দুইয়ে থাকা প্রয়াত শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ৭০৮ এবং এক নম্বরে থাকা মুত্তিয়া মুলারিধরনের উইকেট ৮০০৷

অ্যান্ডারসন কবে বিদায় বলবেন ক্রিকেটকে সেটি ভবিষ্যতের জন্য রাখাই ভালো৷ ফিটনেস, পারফরম্যান্স বিচারে এটুকু বলা যায় খুব দ্রুত বিদায় বলার সম্ভাবনা নেই বললেই চলে৷ যতদিন আছে উপভোগ করা যেতে পারে তার বোলিং সৌন্দর্য৷ যে সৌন্দর্যের প্রেমে পড়লে জীবনের নেই কোন ক্ষতি৷ বরং লাভ আছে অনেক দিক দিয়েই৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...