ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যত্ন নিলে জাকির হবেন টি-টোয়েন্টিতে বড় সম্পদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩ ২১:১৪

জাকির হাসান। ছবি সংগৃহীত জাকির হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ মিরপুরে রান হয়না, সর্বোচ্চ পর্যায়ের খারাপ পিচ! এমন অভিযোগের সত্যতা দেখা যায় প্রায় অধিকাংশ সময়। তবে ব্যাট চালালে হয়তো এখানেও বড় রান করা সম্ভব। অন্তত এবারের বিপিএলে ব্যাটারদের আক্রমনাত্মক ব্যাটিং দেখে তাই মনে হচ্ছে। 

 

গত শনিবার ফরচুন বরিশালের দেওয়া ১৯৪ রান তাড়া করতে নেমে শেষ দিকে ঝড় তুলেছিলেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার জাকির হাসান। ব্যক্তিগত ইনিংসে ১৮ বলে ৪ বাউন্ডারি আর ৩ ওভার বাউন্ডারিতে করেছেন ৪৩ রান। দলও জয় পেয়েছে খুব সহজেই। ম্যাচ শেষে কুড়িয়েছেন প্রশংসা। এদিকে দলটির বোলিং কোচ নাজমুল হোসেন মনে করেন টি-টোয়েন্টিতে বড় সম্পদ হবে জাকির। 

 

রবিবার মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে নাজমুল বলেন, ‘অবশ্যই (জাকির (টি-টোয়েন্টিতে বড় সম্পদ হবে)…। আমার খেলোয়াড়ি জীবন লম্বা, অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলেছি, রান তাড়ার ম্যাচে জাকিরের মতো এমন ইনিংস খুবই কম দেখেছি।’

 

নাজমুল আরো বলেন, ‘জাকিরের ইনিংসটাই আমাদের খেলার মোমেন্টাম বদলে দিয়েছে। এটি ধরে রাখতে পারলে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে জাকির। আমি ওকে দুই-তিন বছর ধরেই দেখছি সিলেট বিভাগের হয়ে। ও নিজের ব্যাটিং নিয়ে সব সময়ই চিন্তা করে। আমি আলাদা করে ওর সঙ্গে কথা বলে পরিকল্পনা জিজ্ঞেস করেছি। ও বলেছে, ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই খেলে যেতে চায়। সেভাবেই নিজেকে তৈরি করছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...

বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ