ঢাকা | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

আফগানিস্তান সিরিজ স্থগিত করতে চায় বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৪ ১১:১৪

আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ। গেটি ইমেজ আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনে ছিল সেমিফাইনাল খেলার হাতছানি। আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মেলাতে পারলেই প্রথমবারের মতো সেমিতে চলে যেত নাজমুল শান্তর দল। সেই সুযোগ না নিয়ে বরং আফগানিস্তানের কাছে হেরেই বাড়ির পথ ধরেছে টাইগাররা। অন্যদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে, অস্ট্রেলিয়াকে বিদায় করেই সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ল আফগানরা।

এদিকে সেই রেশ কাটতে না কাটতেই ফের আলোচনায় বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। গত সপ্তাহেই আসন্ন এই সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

কিন্তু ভারতের কন্ডিশন ও আবহাওয়ার কথা বিবেচনা করে সিরিজটি আপাতত স্থগিত করতে এসিবিকে অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সব ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজটি। কিন্তু সেই সময়ের আবহাওয়াকে আন্তর্জাতিক সিরিজের জন্য আদর্শ মনে করছে না বিসিবি। কেননা, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত উপমহাদেশে থাকে বর্ষার ভরা মৌসুম। তাই সিরিজটি স্থগিত করতে চায় বিসিবি। এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।

উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ২৫, ২৭, ৩০ জুলাই তিন ওয়ানডের আর ২, ৪ ও ৬ আগস্ট তিন টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা ছিল। এই সিরিজ পরেই আগস্টের মাঝামাঝিতে পাকিস্তান সফরে যাবে টাইগাররা। যেখানে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্তরা। পাকিস্তানের পর বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে। সেই সফরেও তিন টি-টোয়েন্টির পাশাপাশি রয়েছে দুটি টেস্ট।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।