ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

শান্ত’র বোলিংয়ে বিশ্বাস রাখবেন তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৩ ১৫:৫৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ১৯৬ রান আর ১ উইকেট নিয়ে আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ড পরিপূর্ণ সুখ দিয়েছে ট্রল থেকে তারকা হওয়ার পথে থাকা শান্তকে। এই শান্ত ইংল্যান্ডের মাটিতেই পেয়েছেন ওয়ানডেতে অভিষেক শতক। পাশাপাশি বোলিংয়ে সুযোগ পেয়ে প্রথমবার ওয়ানডেতে নিয়েছেন উইকেট। 

শান্ত মূলত বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটারদের একজন। তবে অনুশীলনে স্পিন বোলিং কোচের সাথেও করেন বোলিং অনুশীলন। আর এই অনুশীলন কাজে দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। ৩ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টরের উইকেট।

নিজের বোলিং নিয়ে শান্ত বলেন, 'আমি কেবল আমার কাজটা করে গেছি। হেরাথের (স্পিন বোলিং কোচ) সঙ্গে আমি অনেক অনুশীলন করেছি, সেটাই কাজে দিয়েছে। অধিনায়ক আমাকে বল করতে বলেন। বোলিংয়ের সময় মিরাজ অনেক সাহায্য করেছে। আমি তার নির্দেশনা মেনে বল করেছি। আমি মিরাজের অ্যাকশন অনুসরণ করার চেষ্টা করেছি, যদিও পুরোপুরি পারিনি।'

শান্ত যোগ করেন, 'প্রথম সেঞ্চুরিটা ছিল স্পেশাল। আশা করি, ব্যাটিং ফর্মটা ধরে রাখতে পারব। দর্শক দেখতে খুব ভালো লাগছে। আমরা যেখানেই খেলতে যাই, তারা আসেন। তাদের কাছে কৃতজ্ঞ। আমি এখনও অলরাউন্ডার হয়ে উঠিনি। তবে তামিম ভাই সম্ভবত এখন বিশ্বাস করবেন যে, আমি বল করতে পারি।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।