ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শান্ত-হৃদয়কে প্রশংসায় ভাসালেন কাপ্তান তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৩ ১৭:০৩

প্রথম ওয়ানডে সেঞ্চুরি শান্ত'র ব্যাটে। ছবি: বিসিবি প্রথম ওয়ানডে সেঞ্চুরি শান্ত'র ব্যাটে। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরেই শুরু হয়েছিল ম্যাচ। তাতেই ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে। এরপরেও হ্যারি টেক্টরের দুর্দান্ত সেঞ্চুরি ও জর্জ ডকরেলের ঝড়ো হাফ সেঞ্চুরিতে আগে ব্যাট করা আয়ারল্যান্ড সংগ্রহ করে ৩১৯ রান। সেই রানের পাহাড় টপকাতে বাংলাদেশকে এদিন কিছু একটা করে দেখাতেই হতো। সেই কাজটাই ব্যাট হাতে করেছেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। 

সাদা বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দিনে শান্ত খেলেছেন ১১৭ রানের আলো ঝলমলে এক ইনিংস। হৃদয় ও তুলে নিয়েছেন দারুণ এক হাফ সেঞ্চুরি। শেষে অভিজ্ঞ মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ ওভারে গিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ। তাতেই ওয়ানডে ক্রিকেটে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে টাইগাররা

ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবালের কন্ঠেও ছিল শান্ত ও হৃদয়ের প্রশংসা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হাস্যজ্বল টাইগার অধিনায়ক এই দু'জনের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘এই রান করা সম্ভব মনে হচ্ছিল। কারণ মাঠের আকৃতি ছোট। আর উইকেট খুবই ভালো। আমার মনে হয়েছে আজকের উইকেট প্রথম ম্যাচের থেকেও ভালো। আমাদের ম্যাচটাকে গভীরে নিতে হতো। কিন্তু আজ শুরুটা ভালো হয়নি। তবে আমি শান্ত ও হৃদয়ের ব্যাটিংয়ে খুবই খুশি। এই ধরনের মাঠে সাধারণত বাউন্ডারির খোঁজ করতে হয় না। মাঠের আকৃতির কারণে বাউন্ডারি এমনিতেই আসে।’ 

ধারাবাহিকতার পরিচয় দিয়ে গত এক বছরে বাংলাদেশের সেরা পারফর্মার নাজমুল শান্ত। অন্যদিকে তাওহিফ হৃদয়ের পথচলাটা শুরু গত মার্চ থেকে। আলাদাভাবেই এই তরুণ ক্রিকেটারকে উচ্ছ্বাস প্রকাশ করেছে টাইগার অধিনায়ক। 

তামিম ইকবাল আরও বলেছেন, ‘তরুণদের পারফরম্যান্সে আমি খুশি। বিশেষ করে হৃদয়। শুধু এই সিরিজে নয়, ঘরের মাঠেও সে ভালো খেলেছে। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা খুবই ভালো হয়েছে। আশা করি সে অনেক দূর যাবে। সে যেভাবে খেলছে, সেটা যদি ধরে রাখতে পারে, তাহলে দলের জন্য খুবই ভালো হবে।’

এদিকে দারুণ এক সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে নাজমুল শান্ত'র হাতে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, নিঃসন্দেহে দারুণ অনূভুতি এই টাইগার ব্যাটারের জন্য। তবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত ও প্রশংসায় ভাসালেন হৃদয় কে। তিনি বলেছেন, ‘খুবই খুশি। আমার প্রথম সেঞ্চুরি। ও (হৃদয়) আমার কাজটা সহজ করে দিয়েছে। ও যে গতিতে রান করেছে, তাতেই আমার ব্যাটিংটা সহজ হয়েছে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।