ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শান্ত'র সেঞ্চুরির পর মুশফিকের ফিনিশিং টাচ, রানের পাহাড় টপকাল বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৩ ০৭:৫৮

মুশফিকের ব্যাটে জয় পেল বাংলাদেশ। ছবি: ইউটিউব মুশফিকের ব্যাটে জয় পেল বাংলাদেশ। ছবি: ইউটিউব

নট আউট ডেস্কঃ চেমসফোর্ডে বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। তাতেই ম্যাচের দৈর্ঘ কমে আসে ৪৫ ওভারে। কার্টেল ওভারের ম্যাচে দু'দলই করেছিল রান উৎসব। তবে তীরে এসেই পরাজয় বরণ করে নিতে হয়েছে আইরিশদের। ফলে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই সাথে একদিনের ক্রিকেটে ১৫০তম জয় তুলে নিয়েছে লাল-সবুজের বাংলাদেশ। 

 

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ড। ৭ চার ও ১০ ছক্কায় ১৪০ রানের নান্দনিক ইনিংস খেলে আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। এছাড়া জর্জ ডকরেল অপরাজিত থাকেন ৭৪ রান করে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাজমুল শান্ত' সাদা বলে প্রথম শতক হাঁকানোর দিনে বাংলাদেশ ছিল সঠিক পথেই।

 

মাঝে তাওহিদ হৃদয় হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। ১২ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ার সেরা ১১৭ রানে শান্ত ফিরলে খানিকটা বিপাকেই পড়তে হয় বাংলাদেশকে। শেষ দিকে অভিজ্ঞ মুশফিকুর রহিমের দৃঢ়তায় ৩ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তামিম ইকবালের দল। মুশফিক অপরাজিত থাকেন ৩৬ রান করে। তাওহিদ হৃদয় করেন ৬৮ রান। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।