ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাকারের রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় লিডের পথে আইরিশরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩ ২৩:৩৫

অভিষেক টেস্টে শতক হাঁকালেন লরকান ট্রাকার। ছবি: বিসিবি অভিষেক টেস্টে শতক হাঁকালেন লরকান ট্রাকার। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ লরকান ট্রাকারের রেকর্ডগড়া সেঞ্চুরি ও টেক্টর-ম্যাকব্রাইনের হাফ সেঞ্চুরিতে তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে থাকলেও, তৃতীয় দিন শেষে বড় লিডের পথে সফরকারীরা। 

ঢাকায় তৃতীয় দিনের প্রথম দুই সেশনের পর তৃতীয় সেশনেও হতাশ করেছে বাংলাদেশের বোলাররা। তৃতীয় সেশনে এদিন টাইগার বোলারদের বড় প্রাপ্তি বলতে সেঞ্চুরিয়ান লরকান ট্রাকারের উইকেট। ৬ উইকেটে ১৯৯ রান নিয়ে চা বিরতি পর ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। চা বিরতির পরও টাইগার বোলারদের বেশ দারুণভাবেই সামলেছেন লরকান ট্রাকার, অ্যান্ড্রু ম্যাকব্রাইনরা।

অভিষেক টেস্ট খেলতে নামা ট্রাকার, দ্বিতীয় আইরিশ ব্যাটার হিসেবে পেয়েছেন সেঞ্চুরির দেখা। অন্যপ্রান্তে ম্যাকব্রাইনও তাকে দিয়েছেন দারুণ সঙ্গ। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ট্রাকারের ইনিংস। এবাদতের হোসেনের শিকার হয়ে ফিরেন ক্যারিয়ার সেরা ১০৮ রান করে। ট্রাকারের বিদায়ে ভাঙে ম্যাকব্রাইনের সঙ্গে ১১১ রানের জোট। 

ট্রাকার ফিরলেও আয়ারল্যান্ডের টেলএন্ডার ব্যাটারদের গুটিয়ে দিতে বেশ বেগ পেতেই হচ্ছে টাইগার বোলারদের। দিনের খেলা শেষ হওয়ার আগে তাইজুল ফিরিয়েছেন মার্ক অ্যাডারকে। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আইরিশদের বড় লিডের স্বপ্ন দেখাচ্ছে ম্যাকব্রাইন। শেষ পর্যন্ত চর্তুথ দিনের খেলা শেষ করার আগে ৮ উইকেট হারিয়ে আইরিশরা সংগ্রহ করেছে ২৮৬ রান।

১৩১ রানের লিড নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করবেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন ও গ্রাহাম হিউম। ৮ চার ও ১ ছক্কায় ম্যাকব্রাইন অপরাজিত আছেন ৭১ রানে৷ হিউমের ব্যাট থেকে এসেছে ৯ রান। বাংলাদেশের পক্ষে তাইজুল একাই নিয়েছেন ৪ উইকেট। সাকিব পেয়েছেন ২ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।