ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তাসকিন-হাসানদের ভূয়সী প্রশংসা করলেন তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩ ২০:২৫

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। ছবি: বিসিবি ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। ছবি: বিসিবি

আসসালামু আলাইকুম

নট আউট ডেস্কঃ গত এক-দুই বছর ধরেই দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখছেন টাইগার পেসাররা। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ছোঁয়ায় তাসকিন-ইবাদতরা যেন হয়ে উঠছেন আরও ধারালো। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে টাইগার পেসাররা ছিলেন উজ্জ্বল। সেই ধারাবাহিকতা এবার দেখে গেল আয়ারল্যান্ড সিরিজে।

আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করতেছেন দুই টাইগার পেসার ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে টাইগার পেস ইউনিট হয়ে উঠলো আরও ধারালো। হাসান-তাসকিন-ইবাদতদের তোপে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় আইরিশরা। যার মধ্যে সবকটি উইকেটই নিয়েছেন টাইগার পেসাররা। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এমনটা হলো প্রথমবার।

এবাত দলের পেস বোলিং ইউনিটের প্রশংসা করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানান, পরিপূর্ণ পেসার হিসেবে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পেরেছে তারা। তাই তাসকিন-হাসানদের নিয়ে গর্বিত টাইগার কাপ্তান।

পেসারদের প্রশংসা করে তামিম বলেন, ‘পুরো সিরিজে আমরা যেভাবে খেলেছি, প্রথম দুই ম্যাচে এমন ব্যাটিং পারফরমেন্স আমরা আগে করিনি। আজ পেসাররা যেভাবে বোলিং করেছে তা অবিশ্বাস্য ছিল।’

এখন আমি গর্ব করে বলতে পারি, আমাদের একটি শক্তিশালী পেস বোলিং ইউনিট রয়েছে। মিরাজের মতো একজন খেলোয়াড় যখন ব্যাট হাতে পারফর্ম করতে শুরু করেন, তখন আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়ে। আজ আমরা অতিরিক্ত বোলার নিয়েও খেলেছি। খেলোয়াড়দের প্রতি আস্থা রাখতে হবে আমাদের। উত্থান-পতন থাকবেই, কিন্তু তাদের পাশে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে।’ যোগ করে বলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিলেটে প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৮৩ রানের বড় জয় পেয়েছিল টাইগার। দ্বিতীয় ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৩৪৯ রান করলেও বৃষ্টিতে সিরিজ জেতায় হয়নি বাংলাদেশের। তৃতীয় ওয়ানডে আইরিশদের স্রেফ উড়িয়ে দিয়ে ১০ উইকেট রেকর্ড গড়া জয় পায় তামিম ইকবালের দল।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।