ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হেরাথের সংস্পর্শে ৫০ শতাংশ উন্নতি রিশাদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩ ১৫:২৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। জাতীয় দলের জার্সিতে সুযোগ চাপের নয় বলেই মনে করছেন এই লেগি। একই সাথে স্পিন কোচ রঙ্গনা হেরাথের সাথে আগে কাজ করায় উন্নতির কথাও জানিয়েছেন তিনি। 

 

প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে সব কিছু স্বাভাবিকভাবেই নিচ্ছেন রিশাদ, ‘আমি যেন সুযোগ পেলে ভালো কিছু করতে পারি, এটাই সবচেয়ে বড় চাপ আর কি। আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। স্বাভাবিক আছি। আলহামদুলিল্লাহ।’

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে রিশাদ বলেন, ‘নেটে বা প্রস্তুতি ম্যাচে বা অনুশীলন সেশনগুলোয় অনেক কাজ করেছি উনার সঙ্গে। উনার সাথে কাজ করার পর আগের থেকে ৩০-৫০ শতাংশ উন্নতি করেছি। যেগুলো কথা বলেছেন সেগুলো নেওয়ার চেষ্টা করেছি, কাজ করেছি। সব কিছু মিলিয়ে ঠিক আছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।