ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পক্ষে ‘৪০০’ করা সম্ভব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩ ০০:৫৬

অ্যালান ডোনাল্ড। ফাইল ছবি অ্যালান ডোনাল্ড। ফাইল ছবি

আসসালামু আলাইকুম 

নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রীতিমতো রান উৎসব করেছে সাকিব-মুশফিকরা। প্রথম ওয়ানডেতে নিজেদের অতীত দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ৩৩৮ রান তুলেছিল বাংলাদেশ। সেই রেকর্ড অবশ্য টাইগাররা আবার ভেঙেছে দ্বিতীয় ওয়ানডেতেই। মুশফিকুর রহিমের ৬০ বলে করা বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৪৯ রানের পাহাড় গড়েছিল তামিম ইকবালের দল।

ভালো উইকেট পেলে যে টাইগার ব্যাটাররা জ্বলে উঠতে পারে এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে কি এবার ওয়ানডে ক্রিকেটেও প্রথমবারের মতো ৪০০ রান স্পর্শ করতে পারবে বাংলাদেশ? বুধবার এমনটাই প্রশ্ন ছিল টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে। জবাবে ডোনাল্ড বলেছেন ‘হ্যা, এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।’

চলমান আয়ারল্যান্ড সিরিজে টাইগার ব্যাটাররা পেয়েছেন মাত্র একটি সেঞ্চুরি। অবশ্য এই সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারত চারটিতেও। প্রথম ওয়ানডেতেই সুযোগ থাকার পরও সাকিব আল হাসান ৭ ও অভিষিক্ত তৌহিদ হৃদয় ৮ রানের জন্য হয়েছেন সেঞ্চুরি বঞ্চিত। আবার দ্বিতীয় ওয়ানডেতেই লিটন দাস ও নাজমুল শান্ত দু'জনই ফিরেছেন সত্তরের ঘরে গিয়ে।

চারশ রান কিভাবে সম্ভব? সেই ব্যাখ্যা দিতে গিয়ে ডোনাল্ড জানান, ‘প্রথম ম্যাচে দুজন ৯০ রান করে আউট হয়েছে। পরের ম্যাচে দুজন ৭০ করেছে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।