ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্রুততম শতকে মুশফিকের ‘সাত হাজার’

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ০১:০৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত
২৫ মে ২০২১! শ্রীলংকার বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। সেই ইনিংসের পর চলে গেছে প্রায় ২ বছর। একইসাথে খেলেছে ১৬ ইনিংস। কিন্তু ব্যক্তিগত সংগ্রহকে নিয়ে যেতে পারেননি তিন সংখ্যায়। তবে এবার শেষ সেই আক্ষেপ। ১৭ তম ইনিংসে দেখা পেয়েছেন শত রানের।
 
দীর্ঘ এক সময় পর যখন মুশফিক দেখা পেলেন শতকের। সেদিন নিজে যেমন গড়েছেন রেকর্ড। তেমন একদিনের ব্যবধানে বাংলাদেশ নতুন করে লিখেছে সর্বোচ্চ রানের ইতিহাস।
 
আইরিশদের বিপক্ষে শতক মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারে নবম। যা করলেন বাকি ৮টির চেয়ে সবচেয়ে কম বলেই। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৭৭ বলে করেছিলেন ১০৬ রান। এতদিন সেটিই ছিল সবচেয়ে দ্রুত।
দলে নিজের জায়গা হারানোর শঙ্কায় দিন কাটানো মুশফিক এদিন পূরণ করেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের গৌরবময় মাইলফলক। মাশরাফির বান্টুদার আগে এই ক্লাবে প্রবেশ করেছেন দুই বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
 
 
-নট আউট/এমআরএস


আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।