ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল খেলতে বিসিবির কাছে চিঠি সাকিব-লিটনের 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩ ১৭:৩২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিসিবি অনুমতি দিলেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ডাকআউটে থাকবেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এই লিগে খেলার অনুমতি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন সাকিব ও লিটন। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। 

 

জালাল ইউনুস বলেন, 'ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি তবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি, ওদের এনওসি দেয়া হবে কি হবে না এই বিষয়ে।'

বছরের শুরুর দিকে যদিও কঠোর অবস্থানে ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। পাপন বলেছিলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই (আইপিএলে খেলার অনুমতি দেয়ার)। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’

কঠোরতা ছেড়ে নরম সুরেও অবশ্য কথা বলেছেন বিসিবি প্রধান। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বলেছিলেন, খেলোয়াড়রা অনুমতি চাইলে ভেবে দেখবে বোর্ড।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।