ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধিনায়ক মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ১৭:৪০

সাকিব আল হাসান ও জস বাটলার। ফাইল ছবি সাকিব আল হাসান ও জস বাটলার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সাদা বলের ক্রিকেটে এযাবৎকালের বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। পরিসংখ্যানেও মাশরাফির ধারেকাছে নেই অন্য কেউ। তবে, পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়ক মাশরাফির চাইতেও সফল ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার অধিনায়ক মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। 

ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে রিয়াদের নেতৃত্বে বাংলাদেশে পেয়েছে ১৬টিতে জয়। তালিকার দুইয়ে এতোদিন অবস্থান করা মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ পায় ১০ জয়। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে মাশরাফিকে ধরে ফেলেছিলেন সাকিব।

গতকাল (১২ মার্চ) মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে নড়াইল এক্সপ্রেসকে পেছনে ফেলে এই তালিকার দুইয়ে উঠে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাশরাফীর নেতৃত্বে ২৮ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পায় ১০ জয়। এদিকে মাশরাফিকে ছাড়িয়ে যেতে সাকিবের লেগেছে ৫ ম্যাচ বেশি। সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচ খেলে বাংলাদেশ তুলে নিয়েছে নিজেদের ১১তম জয়। অন্যদিকে রিয়াদের নেতৃত্বে ৪৩ ম্যাচ খেলে বাংলাদেশ পেয়েছিল সর্বোচ্চ ১৬টি জয়।

 

-নট আউট/টিএ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।