ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টস ভাগ্য সহায় বাংলাদেশের, একাদশে ফিরলেন মিরাজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৩ ২০:৪৪

টস জিতলেন সাকিব। ছবি: বিসিবি টস জিতলেন সাকিব। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে একটু পরেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়। সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। তাই আজ (রোববার) জিতলেই সিরিজ নিজেদের করে নিবে সাকিব আল হাসানের দল।

সিরিজ নিশ্চিত করার ম্যাচে, টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে এদিনও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান৷ একাদশে এদিন একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

উইনিং কম্বিনেশন ভাঙার দিনে বাংলাদেশের একাদশে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন শামীম পাটওয়ারি। এদিকে বাংলাদেশ সফরে এসে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অভিষেক হলো রেহান আহমেদের। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার মার্ক উডকে।

 

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, তৌহিদ হৃদয়।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ক্রিস ওকস ও রেহান আহমেদ।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।