ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে হারিয়ে সাকিবের চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৩ ০৮:০১

ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ । ছবি: বিসিবি ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ । ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা দ্বিতীয়বার গায়ে মেখেই নিজেদের প্রথম ম্যাচটা খেলতে নেমেছিল ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে এর আগে একবারের দেখায়ও বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিল রয়-বাটলাররা।

শক্তিমত্তায় তাই খানিকটা এগিয়ে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। তবে, মাঠের খেয়াল এবার টাইগারদের কাছে উড়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ইংলিশদের নাকাল করে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সাকিবের দলের জয় ৬ উইকেটে।

ব্যাটিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত বাংলাদেশ এদিন ব্যাট হাতেও দেখিয়েছে নিজেদের মুনশিয়ানা। তাতেই জয়টা বাংলাদেশের এসেছে সহজে। তিন ডিপার্টমেন্টে এদিন লেটার মার্ক তুলে অধিনায়ক সাকিবের মন ভরিয়েছেন ক্রিকেটাররা।

ম্যাচ শেষে অধিনায়ক নিজেও সেটা অকপটে করেছে স্বীকার। সাকিব বলেন,‘হ্যাঁ খুব খুশি। যেভাবে আমরা ম্যাচে অ্যাপ্রোচ দেখিয়েছি, তা অসাধারণ ছিল। এর চেয়ে বেশি কিছু দলের থেকে চাইতে পারি না।’

আগামী বছর ক্যারিবিয়ানে বসবে বিশ্ব টি-টোয়েন্টির আসর। অধিনায়ক সাকিবও চোখ রাখছেন তাতে। বিশ্বাস করেন ততদিনে আরও পরিণত হতে পারবে টাইগাররা।

সাকিব আরও বলেন, ‘একটা ভালো শুরু হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে যেটা ওয়েস্ট ইন্ডিজে হবে, এটা খুব ভালো শুরু হয়েছে। আমরা এখন থেকেই সেটা বিল্ড করতে পারি। এখান থেকে ভালো কিছু পেতে পারি। যখন বিশ্বকাপ আসবে ততদিনে আমরা ভালো দলে পরিণত হবো।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।