ঢাকা | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সমীহ করছে ইংলিশরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ মার্চ ২০২৩ ০৯:৩৫

ক্রিস ওকস। ফাইল ছবি ক্রিস ওকস। ফাইল ছবি

আসসালামু আলাইকুম

নট আউট ডেস্কঃ ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারার সেই তেতো স্বাদ নিয়েই, এবার বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের বাংলাদেশ। অবশ্য একদিনের ক্রিকেটে যতটা দুর্দান্ত ক্রিকেট উপহার দেয় বাংলাদেশ, ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ততটাই নাজুক অবস্থা টাইগারদের।

ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকা ইংল্যান্ড নিশ্চিত ফেভারিট হিসেবেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে মাঠে। ওয়ানডে সিরিজ জিতলেও টাইগার ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ পেসার ক্রিস ওকস৷

বুধবার (৮ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে এই পেসার বলেন, ‘আমরা সিরিজ জিতেছি, তবে আমাদের জন্য কাজটা মোটেও সহজ ছিল না। বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। আমার মনে হয়, যখনই আপনি বাংলাদেশের বিপক্ষে খেলবেন; বিশেষ করে ঘরের মাঠে আপনাকে কঠিন পরীক্ষা দিতে হবে। আমরা যতবারই ওয়ানডে সিরিজ খেলতে এসেছি, ততবারই আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।’

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সমীহ করছে ইংলিশরা। এই সংস্করণে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও বাংলাদেশকে ছোট করে দেখাএ সুযোগ দেখছেন না ওকস। তার ভাষ্যমতে, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই। এটা সত্য যে আমরা বিশ্বকাপ জিতে এসেছি, তবে সত্যি কঠিন কন্ডিশন। এটা আমাদের জন্য বড় পরীক্ষার কারণ হবে।’

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।