ঢাকা | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

এলিট ক্লাবে ‘রেকর্ডের বরপুত্র’ সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ২২:১০

এলিট ক্লাবে সাকিবের প্রবেশ। ছবি: ক্রিকইনফো এলিট ক্লাবে সাকিবের প্রবেশ। ছবি: ক্রিকইনফো

আসসালামু আলাইকুম

নট আউট ডেস্কঃ সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে দুর্দান্ত এক হাফ-সেঞ্চুরি তুলে নেওয়া সাকিব, বল হাতে ইংলিশ ব্যাটারদের উপর ঘুরিয়েছেন ছড়ি। তাতেই রেকর্ডের পাতায় কিংবদন্তিদের পাশে আরেকবার নাম উঠলো বিশ্বসেরা অলরাউন্ডারের।

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট তুলে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১৪তম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার অন্যন্য এক কীর্তি গড়েন সাকিব আল হাসান। এছাড়া ব্যাট হাতে এই ফরম্যাটে আগে থেকে হাজার ছয়েক রান ছিল সাকিবের। তাতেই বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করলেন তিনি।

এলিট ক্লাবে ডুকতে সাকিবের প্রয়োজন ছিল ৪ উইকেট। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিজের নবম ওভারে ইংল্যান্ডের রেহান আহমেদকে আউট করে ম্যাচে চার উইকেট তুলে এই কীর্তি গড়েন সাকিব। 

সাকিবের আগে অলরাউন্ডার হিসেবে এমন কীর্তি রয়েছে মাত্র দু'জনের। এর আগে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদিই কেবল করতে পেরেছেন এমন কীর্তি। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই লিস্টে যুক্ত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।