ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘মুশফিকের রানে ফেরা স্বস্তির’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ২০:৫৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে রান পাননি মুশফিকুর রহিম। শুধু তাই নয়, আগে ৫ ইনিংসেও সাদা-মাটা ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দেখা পেয়েছেন বড় রানের। দলের চাপের সময়ে খেলেছেন ৯৩ বলে ৭০ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের রানে ফেরা স্বস্তির মনে করছেন নাজমুল হাসান পাপন। 

 

তৃতীয় ম্যাচ শেষে পাপন বলেন, মুশফিকের রান করাটা সত্যিই স্বস্তির। এটা না শুধু বিপিএলে ও যখন শেষ ম্যাচে রান করেছিল আমি তখন তাকে ফোন করেছিলাম। আমি আসলে এত খুশি হয়েছিলাম, কারণ আমি জানি ওর মধ্যে ওই সম্ভাবনা আছে।

 

বিশ্বকাপের আগে মুশফিকের ছন্দে ফিরতে এমন একট ইনিংস জরুরী ছিল। ইংলিশদের বিপক্ষে ৭০ রানের ইনিংস ৬ বাউন্ডারিতে সাজিয়েছেন ‍মুশফিক। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।